ডিজিটাল প্রযুক্তি - ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা–১

সমস্যা পেলাম, এবার খুঁজব সমাধান আছে কোথায়?

আমরা গত সেশনে বুঝতে পেরেছি যে আমাদের প্রতিদিনের সমস্যার ধরন অনুযায়ী বিভিন্ন রকম তথ্যের প্রয়োজন হয়। আমরা একটি সমস্যার সমাধান করে সেই সমাধানটি দিয়ে আমাদের আশপাশের মানুষকে সচেতন করব। আজকের সেশনে আমরা সমাধানগুলো কোথায় আছে বোঝার চেষ্টা করব। অর্থাৎ, যে তথ্যগুলো আমার চাই, সেগুলো এখন কোথায় আছে, সেগুলোই উত্স। তথ্যের উত্সকে দুই ভাগে ভাগ করা যায়। যথা—

১. মানবীয় উত্স, ২. জড় উত্স

মনে করো, তোমার বাসায় একজন এসে জানিয়ে গেলেন কেন টিকা দেওয়া প্রয়োজন।

আবার তোমার অভিভাবকের মুঠোফোনে কখন, কোথায় টিকা দিতে হবে তার তথ্য এল।

এখানে তোমার বাসায় আসা ব্যক্তি হলেন মানবীয় উত্স। মানবীয় উত্স হলো যখন একজন মানুষ সক্রিয়ভাবে তোমাকে তথ্য দিচ্ছে। আর মুঠোফোনটি হলো জড় উত্স। জড় উত্স হলো যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পেতে হয়।

তথ্য আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আমাদের সমস্যা বা প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন তথ্যের প্রয়োজন হয় এবং বিভিন্ন তথ্যের জন্য উত্সও হয় ভিন্ন।

তথ্যের উত্সকে অন্য দুইভাবে দেখা হয়। সেগুলো হলো—

১. প্রাথমিক উত্স বা মূল উত্স

২. মাধ্যমিক উত্স বা পরোক্ষ উত্স

আমরা অনুমান করতে পারছি, কোনগুলো মানবীয় উত্স আর কোনগুলো জড় উত্স।

মানবীয় উত্সগুলো বিভিন্ন রকম হতে পারে।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা