অধ্যায় ৩
১১. ভারতীয় সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্ন—
i. ১ থেকে ৯ এবং ০
ii. ৯টি
iii. ১০টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
ক. বাইনারি খ. অকটাল
গ. ডেসিমাল ঘ. হেক্সাডেসিমাল
১৩. নিচের কোনটি MSD–এর পূর্ণরূপ?
ক. Metric System Digit
খ. More Significant Digit
গ. Most Significant Digit
ঘ. Most Suitable Digit
১৪. নিচের কোনটি LSD–এর পূর্ণরূপ?
ক. Large Significant Digit
খ. Least Significant Digit
গ. Least Significant Development
ঘ. Large Significant Decoded
১৫. সংখ্যা পদ্ধতিকে উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির ওপর ভিত্তি করে কত ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১৬. দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক আছে?
ক. ২টি খ. ১০টি
গ. ১৬টি ঘ. অসংখ্য
১৭. দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা আছে?
ক. ২টি খ. ১০টি
গ. ১৬টি ঘ. অসংখ্য
১৮. অকটাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত?
ক. ২ খ. ৮
গ. ১০ ঘ. ১৬
১৯. কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট প্রতীক বা অঙ্ককে কী বলে?
ক. সংখ্যা পদ্ধতি
খ. রেডিকস
গ. বেজ বা ভিত্তি
ঘ. রেঞ্জ
২০. দশমিক সংখ্যা ১২–এর বাইনারি মান কত?
ক. ১০১০ খ. ১১০১
গ. ১১০০ ঘ. ১১১১
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১১.খ ১২.ক ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.খ ১৭.ঘ ১৮.খ ১৯.গ ২০.গ
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা