এসএসসি ২০২৩ - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৫
৭১. দিনে প্রচণ্ড গরম ও রাতে প্রচণ্ড শীত অনুভূত হয় কোথায়?
ক. বিষুবীয় অঞ্চলে
খ. উপকূলীয় এলাকায়
গ. মেরুরেখায়
ঘ. মরু অঞ্চলে
৭২. ‘মওসুম’ কোন ভাষার শব্দ?
ক. বাংলা খ. হিন্দি
গ. আরবি ঘ. ইংরেজি
৭৩. বায়ুমণ্ডলে CO2-এর পরিমাণ শতকরা কত ভাগ?
ক. ০.০৩ ভাগ খ. ১.২৭ ভাগ
গ. ২ ভাগ ঘ. ৮ ভাগ
৭৪. স্ট্রাটোমণ্ডল ও সেমোমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতাবস্থাকে কী বলে?
ক. স্ট্রাটোবিরতি খ. স্ট্রাটোমণ্ডল
গ. তাপমণ্ডল ঘ. এক্সোমণ্ডল
৭৫. উষ্ণতা বৃদ্ধির প্রক্রিয়াকে কী বলে?
ক. বারিপাত খ. পানিপ্রবাহ
গ. গ্রিনহাউস প্রভাব ঘ. ঘনীভবন
৭৬. বায়ুর আর্দ্রতা প্রকাশ করা যায়—
i. পরম আর্দ্রতা হিসেবে
ii. আপেক্ষিক আর্দ্রতা হিসেবে
iii. সম–আর্দ্রতা হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৭. বায়ু প্রবাহিত হয় কেন?
ক. তাপ ও চাপের পার্থক্যের কারণে
খ. তাপের পার্থক্যের কারণে
গ. চাপের পার্থক্যের কারণে
ঘ. ঘূর্ণিবায়ুর কারণে
৭৮. এক্সোমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
ক. ৯৫০ কিলোমিটার
খ. ৯৬০ কিলোমিটার
গ. ১০০০ কিলোমিটার
ঘ. ১০৫০ কিলোমিটার
৭৯. ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য—
i. গ্রীষ্মকাল বৃষ্টিবহুল
ii. শীতকাল বৃষ্টিহীন
iii. গ্রীষ্মকাল শুষ্ক ও বৃষ্টিহীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮০. সাইমুন, খামসিন, লু কোন ধরনের বায়ু?
ক. স্থানীয় বায়ু খ. পশ্চিমা বায়ু
গ. মেরু বায়ু ঘ. মৌসুমি বায়ু
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৭১.ঘ ৭২.গ ৭৩.ক ৭৪.ক ৭৫.গ ৭৬.ক ৭৭.ক ৭৮.খ ৭৯.ক ৮০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা