অধ্যায় ৩
৩১. বঙ্গ জনপদের কয়জন রাজার নাম পাওয়া যায়?
ক. ৪ জন খ. ৫ জন
গ. ৬ জন ঘ. ৭ জন
৩২. বাংলার সবচেয়ে ‘সমৃদ্ধ জনপদ’ ছিল কোনটি?
ক. হরিকেল খ. তাম্রলিপ্ত
গ. চন্দ্রদ্বীপ ঘ. পুণ্ড্র
৩৩. গৌড়ের রাজধানীর নাম কী ছিল?
ক. কর্ণসুবর্ণ খ. গৌড়
গ. বঙ্গ ঘ. পুণ্ড্রনগর
৩৪. গৌড় রাজ্যের অবস্থান কোথায় ছিল?
ক. বগুড়ায়
খ. বর্তমান মুর্শিদাবাদ জেলায়
গ. বরিশালে
ঘ. আসাম অঞ্চলে
৩৫. বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল—
i. বগুড়া
ii. পাবনা ও রাজশাহী
iii. দিনাজপুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. বাঙালি জাতির উদ্ভব কোন জনপদ থেকে?
ক. হরিকেল খ. পুণ্ড্র
গ. গৌড় ঘ. বঙ্গ
৩৭. চন্দ্রদ্বীপ জনপদটি অন্যান্য জনপদ থেকে আলাদা, কারণ—
i. নদীতীরবর্তী হওয়ায়
ii. আয়তনের কারণে
iii. সমৃদ্ধ নগরীর জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৮. কুমিল্লার প্রাচীন নাম কী?
ক. হরিকেল খ. বরেন্দ্র
গ. সমতট ঘ. ত্রিপুরা
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩১.খ ৩২.ঘ ৩৩.ক ৩৪.খ ৩৫.ঘ ৩৬.ঘ ৩৭.ক ৩৮.গ
আযীযুন নাহার, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা