বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) : অধ্যায় ১১ | বাংলাদেশ ও বিশ্বপরিচয় - অষ্টম শ্রেণি
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১১
২১. গ্রাম পঞ্চায়েত কোন সমাজের মূল ভিত্তি?
ক. মারমা খ. মণিপুরি
গ. গারো ঘ. সাঁওতাল
২২. সোহরাই ও বাহা কাদের নিজস্ব উত্সব?
ক. মাহাতো খ. কোল
গ. চাকমা ঘ. সাঁওতাল
২৩. সাঁওতাল সমাজে ‘নায়কি’দের কী মনে করা হয়?
ক. গ্রাম-পঞ্চায়েত খ. ধর্মগুরু
গ. কৃষিজীবী ঘ. ব্যবসায়ী
২৪. ‘ঝুমুর নাচ’ কাদের সংস্কৃতির অংশ?
ক. সাঁওতাল খ. চাকমা
গ. গারো ঘ. মারমা
২৫. সাঁওতালদের বিবাহ অনুষ্ঠানে কোন নাচ আয়োজন করে?
ক. বিজু ও ঝুমুর নাচ
খ. বৈসাবি ও পানির
গ. দোন ও ঝিকা নাচ
ঘ. বিজু ও ঝিকা নাচ
২৬. সিধু ও কানুকে কোন নৃগোষ্ঠী বীর হিসেবে ভক্তি করে?
ক. সাঁওতাল খ. মারমা
গ. গারো ঘ. চাকমা
২৭. পাবর্ত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে কাদের অবস্থান দ্বিতীয়?
ক. চাকমা খ. মারমা
গ. রাখাইন ঘ. গারো
২৮. মারমা সমাজে প্রধান কে?
ক. বোমাং রাজা খ. মাহাতো
গ. বাবুকা ঘ. ওয়ানগালা
২৯. ‘ভান্তে’ বলা হয় কাকে?
ক. বৌদ্ধবিহারকে খ. বৌদ্ধভিক্ষুদের
গ. মন্দিরকে ঘ. উপাসনালয়কে
৩০. ‘গবং’ কী?
ক. ছাগলের খামার
খ. পাগড়ি বিশেষ
গ. লেখাপড়ার স্থান
ঘ. কৃষিজমি
সঠিক উত্তর
অধ্যায় ১১: ২১.ঘ ২২.ঘ ২৩.খ ২৪.ক ২৫.গ ২৬.ক ২৭.খ ২৮.ক ২৯.খ ৩০.খ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা