অধ্যায় ৩
৩২. অবাধ স্বাধীনতা কিসের নামান্তর?
ক. গণতন্ত্রের খ. স্বেচ্ছাচারিতার
গ. ব্যক্তিস্বাধীনতার ঘ. শান্তির
৩৩. কোনটি রাজনৈতিক স্বাধীনতা?
ক. চলাফেরা খ. ভোট প্রদান
গ. মতামত প্রদান ঘ. ব্যবসা পরিচালনা
৩৪. কেউ বেকার না থাকা কোন ধরনের স্বাধীনতা?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক
গ. প্রাকৃতিক ঘ. আইনগত
৩৫. কোন স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন?
ক. সামাজিক খ. সাংস্কৃতিক
গ. অর্থনৈতিক ঘ. ধর্মীয়
৩৬. ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কী ধরনের স্বাধীনতার উদাহরণ?
ক. প্রাকৃতিক খ. জাতীয়
গ. রাজনৈতিক ঘ. অর্থনৈতিক
৩৭. স্বাধীনতা উপভোগ করার জন্য কোনটি বেশি প্রয়োজন?
ক. আইন খ. নৈতিকতা
গ. মূল্যবোধ ঘ. প্রথা
৩৮. ‘চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল্য নিহিত’—এ উক্তিটি কার?
ক. জন লক খ. লাস্কি
গ. মন্টেস্কু ঘ. জন অস্টিন
৩৯. রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি কী?
ক. সামাজিক রীতিনীতি খ. নৈতিক মূল্যবোধ
গ. রাজনৈতিক বিশ্বাস ও সংস্কৃতিচর্চা ঘ. অর্থনৈতিক কর্মকাণ্ড
৪০. সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ কোন ধরনের সাম্য রক্ষা করে?
ক. ব্যক্তিগত খ. সামাজিক
গ. আইনগত ঘ. স্বাভাবিক
৪১. যোগ্যতা অনুযায়ী পেশা নির্ধারণের জন্য কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হওয়া জরুরি?
ক. অর্থনৈতিক খ. রাজনৈতিক
গ. সামাজিক ঘ. প্রাকৃতিক
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩২. খ ৩৩. খ ৩৪. খ ৩৫. গ ৩৬. খ ৩৭. ক ৩৮. খ ৩৯. গ ৪০. গ ৪১. ক
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা