এইচএসসি ২০২৩ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
৬১. LED–এর পূর্ণ রূপ কী?
ক. Light Emission Diode
খ. Light Emitting Diode
গ. Least Emitting Diode
ঘ. Light Emitting Detection
৬২. ওয়্যারলেস নেটওয়ার্ক সংযোগের জন্য প্রয়োজন—
i. রেডিও ওয়েভ
ii. বেস স্টেশন
iii. অ্যান্টেনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৩. নিচের কোনটি রেডিও ওয়েভের কম্পাঙ্কসীমা?
ক. 3Hz - 300 KHz
খ. 3KHz - 300 GHz
গ. 3MHz - 300 GHz
ঘ. 3GHz - 300 THz
৬৪. কোন ওয়েভ বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়?
ক. রেডিও ওয়েভ
খ. স্যাটেলাইট মাইক্রোওয়েভ
গ. টেরিস্ট্রিরিয়াল মাইক্রোওয়েভ
ঘ. ইনফ্রারেড ওয়েভ
৬৫. স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহৃত হয়—
i. বিশ্বব্যাপী টিভি চ্যানেলগুলোর সরাসরি সম্প্রচারে
ii. প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানে
iii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৬. নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়?
ক. রেডিও ওয়েভ খ. মাইক্রোওয়েভ
গ. গামা রে ঘ. ইনফ্রারেড ওয়েভ
৬৭. নিচের কোনটি মাইক্রোওয়েভের কম্পাঙ্কসীমা?
ক. 3Hz - 300 KHz
খ. 3KHz - 300 GHz
গ. 3MHz - 300 GHz
ঘ. 1GHz - 100 GHz
৬৮. LOS–এর পূর্ণ রূপ কী?
ক. Line of Signal
খ. Light Oriented Signal
গ. Line of Standard
ঘ. Line of Sight
৬৯. কোনটি মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য?
ক. বাঁকা পথে চলতে পারে না
খ. আয়নমণ্ডলে প্রতিফলিত হয়
গ. ভেদনক্ষমতা কম
ঘ. অনেক বেশি দূরত্বে গমন করতে পারে
৭০. মাইক্রোওয়েভ সিস্টেম মূলত কয়টি ট্রান্সসিভার নিয়ে গঠিত?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর
অধ্যায় ২: ৬১.খ ৬২.ঘ ৬৩.খ ৬৪.ক ৬৫.ঘ ৬৬.ক ৬৭.ঘ ৬৮.ঘ ৬৯.ক ৭০.ক
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা