প্রস্তুতি ভালো, তাই পরীক্ষাও ভালো হবে | এইচএসসি পরীক্ষা ২০২২
বিশেষ পরামর্শ : এইচএসসি পরীক্ষা–২০২২
প্রিয় পরীক্ষার্থী, আশা করি তোমাদের প্রস্তুতি ভালো হয়েছে। এখন পরীক্ষা নিয়ে কোনো রকম চিন্তা করবে না। পরীক্ষায় ভালো করতে নিচের কিছু নিয়মকানুন জেনে নাও।
∎ নিয়মিত পরিমিত খাওয়াদাওয়া করবে।
∎ স্বাস্থ্যবিধি মেনে চলবে। যেমন ঠিক সময়ে গোসল করা, ৭–৮ ঘণ্টা ঘুমানো, তৈলাক্ত খাবার না খাওয়া, বেশি বেশি পানি পান করা।
∎ কোনো বিষয়ের কোনো অধ্যায় নিয়ে অস্পষ্টতা থাকলে শিক্ষকের সঙ্গে কথা বলে তা দূর করে নাও।
∎ তোমাদের যেহেতু সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নের উত্তর লিখতে হবে, সেহেতু সৃজনশীল পদ্ধতির কোনো দিক অস্পষ্ট থাকলে তা জেনে নিতে হবে।
∎ বাসায় সৃজনশীল পদ্ধতিতে উত্তর লেখার অনুশীলন করতে হবে। বাড়িতে বহুনির্বাচনি অংশের পরীক্ষা অনুশীলনেরও চেষ্টা করবে।
এম এ কালাম, অধ্যক্ষ, গুলশান কমার্স কলেজ, ঢাকা