অধ্যায় ৩
১৬. যে বস্তুর জড়তা যত বেশি—
i. তাকে গতিশীল করা তত কঠিন
ii. তার বেগ পরিবর্তন করা তত কঠিন
iii. তার ভরের পরিমাণও তত বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
১৮. নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল?
ক. দুর্বল নিউক্লীয় বল
খ. সবল নিউক্লীয় বল
গ. মহাকর্ষ বল
ঘ. তড়িৎ চৌম্বকীয় বল
১৯. কোন বলটিকে পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল বলে?
ক. মহাকর্ষ খ. তড়িৎ চৌম্বক বল
গ. দুর্বল নিউক্লীয় বল ঘ. সবল নিউক্লীয় বল
২০. গ্যালাক্সির ভেতর নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য?
ক. সবল নিউক্লীয় বল খ. দুর্বল নিউক্লীয় বল
গ. তড়িৎ চৌম্বক বল ঘ. মহাকর্ষ বল
২১. বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের মধ্যে আকর্ষণ বল কোনটি?
ক. মহাকর্ষ বল খ. বিদ্যুৎ চুম্বকীয় বল
গ. ইলেকট্রোউইক ঘ. নিউক্লীয় বল
২২. সৃষ্টিজগতের সবচেয়ে ‘শক্তিশালী বল’ কোনটি?
ক. মহাকর্ষ বল খ. তড়িৎ চৌম্বক বল
গ. দুর্বল নিউক্লীয় বল ঘ. সবল নিউক্লীয় বল
২৩. প্রোটন ও নিউট্রনের ভেতর কোন বল কাজ করে?
ক. দুর্বল নিউক্লীয় বল খ. সবল নিউক্লীয় বল
গ. তড়িৎ চৌম্বক বল ঘ. মহাকর্ষ বল
২৪. প্রোটন ও নিউট্রনকে নিউক্লিয়াসের মধ্যে আটকে রাখে কোন বল?
ক. মহাকর্ষ বল খ. তড়িৎ চৌম্বক বল
গ. দুর্বল নিউক্লীয় বল ঘ. সবল নিউক্লীয় বল
২৫. কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটো বলের মান সমান এবং দিক বিপরীতমুখী হলে, তাদের কী বলে?
ক. সাম্য বল খ. অসাম্য বল
গ. মহাকর্ষ বল ঘ. তড়িৎ চৌম্বক বল
২৬. কোন বলের লব্ধি শূন্য হয়?
ক. অসাম্য বল খ. অস্পর্শ বল
গ. সাম্য বল ঘ. স্পর্শ বল
২৭. মৌলিক বলের ক্ষেত্রে বলা যায়—
i. তিন ধরনের মৌলিক বল আছে
ii. চার ধরনের মৌলিক বল আছে
iii. ভবিষ্যতে সব মৌলিক বলকে একটিমাত্র সূত্রে ব্যাখ্যা করা যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. দুর্বল নিউক্লীয় বল—
i. মহাকর্ষ বল অপেক্ষা সবল
ii. তড়িৎ চৌম্বক বল অপেক্ষা দুর্বল
iii. 10-18 m দূরত্বে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. মহাকর্ষ বলের কারণে—
i. গ্যালাক্সির ভেতর নক্ষত্ররা ঘুরপাক খায়
ii. নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘোরে
iii. পৃথিবীর চারদিকে চাঁদ ঘোরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে—এটি নিউটনের কোন সূত্র?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. নিত্যতা
৩১. সাম্য বল ক্রিয়াশীল—
i. জাহাজ পানিতে ভাসার সময়
ii. একটি বস্তু ওপর থেকে নিচে পড়ার সময়
iii. কোনো ব্যক্তির চেয়ারে বসে থাকার সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে, এর ভরবেগের পরিবর্তন কীরূপ হবে?
ক. অপরিবর্তিত থাকবে
খ. অর্ধেক হবে
গ. দ্বিগুণ হবে
ঘ. চার গুণ হবে
৩৩. বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সঙ্গে কীভাবে সম্পর্কিত?
ক. সমানুপাতিকভাবে খ. ব্যস্তানুপাতিকভাবে
গ. বর্গের সমানুপাতিকভাবে ঘ. বর্গের ব্যস্তানুপাতিকভাবে
৩৪. ভরবেগের মাত্রা কোনটি?
ক. MLT খ. ML-1 T
গ. MLT-1 ঘ. ML-1 T-1
৩৫. ভরবেগের সংরক্ষণের উদাহরণ—
i. বন্দুকের পশ্চাৎ গতি
ii. চলন্ত বাস হঠাৎ ব্রেক কষে থামানো
iii. রকেট চালানো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. ক ২০. ঘ ২১. ক ২২. ঘ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭.গ ২৮. ঘ ২৯. খ ৩০. ক ৩১. খ ৩২. গ ৩৩. ক ৩৪. গ ৩৫. খ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা