পর্ব - ১২
সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (১২) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪
প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হবে, তা দেখে নাও।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কিত
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
উত্তর: সিলেট
প্রশ্ন: দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য
১ ডিগ্রি হলে সময়ের পার্থক্য কত?
উত্তর: ৪ মিনিট।
প্রশ্ন: পার্বত্য চট্টগ্রাম গঠিত কয়টি জেলা নিয়ে?
উত্তর: ৩টি জেলা নিয়ে।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি?
উত্তর: থানচি।
প্রশ্ন: কোন জেলাকে বাংলার শস্যভান্ডার বলা হয়?
উত্তর: বৃহত্তর বরিশাল জেলা।
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
উত্তর: ভোলা।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
উত্তর: মহেশখালী।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় সম্পর্কিত
প্রশ্ন: বিশ্বের প্রায় সব দেশ কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য?
উত্তর: জাতিসংঘ
প্রশ্ন: ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নিজস্ব মুদ্রার নাম কী?
উত্তর: ইউরো
প্রশ্ন: সহস্রাব্দ উন্নয়ন সম্মেলনের (SDG) আয়োজক কোন সংস্থা?
উত্তর: জাতিসংঘ
প্রশ্ন: সার্ক কখন গঠিত হয়?
উত্তর: ১৯৮৫ সালের ডিসেম্বরে
প্রশ্ন: সার্কের বর্তমান সদস্য কয়টি রাষ্ট্র?
উত্তর: ৮টি
প্রশ্ন: বর্তমানে সার্কের পর্যবেক্ষক হিসেবে কোন দেশ যুক্ত হয়েছে?
উত্তর: মিয়ানমার
প্রশ্ন: বাংলাদেশ কত সালে ওআইসির সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৯৭৪ সালে।
বাংলা সাহিত্য সম্পর্কিত
প্রশ্ন: ‘কারাগারের রোজনামচা’ বইয়ের লেখক কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রশ্ন: বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
উত্তর: চর্যাপদ।
প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।
১. পদ্মা সেতুর দৈর্ঘ্য ___।
২. পদ্মা সেতুর পিলারের সংখ্যা ___।
৩. পদ্মা সেতুতে বসানো স্প্যান সংখ্যা ___।
৪. পদ্মা সেতুর উদ্বোধন ___।
৫. পদ্মা সেতুর দুই পাড়ে নদী শাসন করা হয়েছে ___।
উত্তর:
১। ৬.১৫ কিলোমিটার, ২। ৪২টি, ৩। ৪১টি, ৪। ২৫ জুন ২০২২, ৫। ১২ কিমি
মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক
ফেনী সরকারি কলেজ, ফেনী