জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে এলএলএম প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে এলএলএম মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের যোগ্যতা:
চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) এবং সিজিপিএ–৪–এর মধ্যে কমপক্ষে ৩ থাকতে হবে।
এসএসসি ও এইচএসসিতে সর্বমোটজিপিএ–৬ থাকতে হবে। কিন্তু কোনোটিতেই জিপিএ–২.৫০–এর নিচে গ্রহণযোগ্য নয়।
সনাতন পদ্ধতির পরীক্ষার ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।
আবেদনপত্র সংগ্রহ ও জমা: ১২ জুলাই ২০২৩ পর্যন্ত jnu.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করে পূরণকৃত আবেদনপত্র সব সনদ ও নম্বরপত্রসহ স্ক্যান করে একটি একক পিডিএফ ডকুমেন্ট deanlaw@jnu.ac.bd–এ ই–মেইলে প্রেরণ করতে হবে।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৪ জুলাই ২০২৩ (শুক্রবার), সকাল ১০টা থেকে বেলা ১১টা।
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: jnu.ac.bd