দশম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৯১-১০০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১৩

৯১. ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দীদের মধ্যে অন্যতম ছিলেন কে?

ক. এম মনসুর আলী

খ. শেখ মুজিবুর রহমান

গ. সৈয়দ নজরুল ইসলাম

ঘ. তাজউদ্দীন আহমদ

৯২. পাকিস্তানের ২৪ বছরের মধ্যে কত বছর কারাগারে কাটান শেখ মুজিবুর রহমান?

ক. ৮ খ. ১০

গ. ১২ ঘ. ১৩

৯৩. কে বেতার ভাষণে ১৯৭১ সালের ১১ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন?

ক. শেখ মুজিবুর রহমান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. তাজউদ্দীন আহমদ

ঘ. এম মনসুর আলী

৯৪. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন?

ক. তাজউদ্দীন আহমেদ

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. এম মনসুর আলী

ঘ. সিরাজুল ইসলাম খান

৯৫. ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠানে দর্শকের উপস্থিতি ছিল কত?

ক. ১০ হাজার খ. ২০ হাজার

গ. ৪০ হাজার ঘ. ৬০ হাজার

৯৬. মুক্তিযুদ্ধের পক্ষে বহির্বিশ্বে প্রচারের প্রধান কেন্দ্র ছিল কোনটি?

ক. ওয়াশিংটন খ. দিল্লি

গ. লন্ডন ঘ. টোকিও

৯৭. ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন কে?

ক. জর্জ হ্যারিসন খ. পণ্ডিত রবিশঙ্কর

গ. জিম মরিসন ঘ. মনসুর আলী

৯৮. কার নির্দেশে বাংলাদেশের জাতীয় পতাকার নকশা করা হয়?

ক. সিরাজুল ইসলাম খান

খ. এম মনসুর আলী

গ. আ স ম আবদুর রব

ঘ. তাজউদ্দীন আহমদ

৯৯. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথমবারের মতো উত্তোলন করেন কে?

ক. আ স ম আবদুর রব

খ. সিরাজুল ইসলাম খান

গ. তাজউদ্দীন আহমদ

ঘ. সৈয়দ নজরুল ইসলাম

১০০. কোন সরকার ‘আমার সোনার বাংলা’ গানকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেয়?

ক. মুজিবনগর সরকার

খ. ভারত সরকার

গ. নেপাল সরকার

ঘ. ত্রিপুরা সরকার

সঠিক উত্তর: ৯১.খ ৯২.গ ৯৩.গ ৯৪.ক ৯৫.গ ৯৬.গ ৯৭.খ ৯৮.ক ৯৯.ক ১০০.ক

কাজী মঞ্জুরুল ইসলাম, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)