অধ্যায় ৪
৪১. জানুয়ারিতে ঢাকার গড় তাপমাত্রা কত?
ক. ১৫° সেলসিয়াস
খ. ১৮.৩° সেলসিয়াস
গ. ১৯.৭° সেলসিয়াস
ঘ. ২১.৬° সেলসিয়াস
৪২. বাংলাদেশে প্রচুর বৃষ্টির কারণ কী?
ক. নদীমাতৃক দেশ হওয়ায়
খ. সমুদ্র বায়ুর প্রভাব
গ. নিম্নমানের প্রভাব
ঘ. মৌসুমি বায়ুর প্রভাব
৪৩. বাংলাদেশের প্লাবন সমভূমির আয়তন কত?
ক. ১,৪৭,৫৭০ বর্গ কিমি
খ. ১,৩৮,২৬৭ বর্গ কিমি
গ. ১,২৪,২৬৬ বর্গ কিমি
ঘ. ১,১৪,৭৭০ বর্গ কিমি
৪৪. বাংলাদেশের কত ভাগ ভূমি নদীবিধৌত সমভূমি?
ক. প্রায় ৮% খ. প্রায় ১২%
গ. প্রায় ৪০% ঘ. প্রায় ৮০%
৪৫. খুলনা, পটুয়াখালী ও বরগুনা জেলার কিয়দংশ নিয়ে গঠিত হয় কোনটি?
ক. প্লাবন সমভূমি
খ. স্রোতজ সমভূমি
গ. বদ্বীপ সমভূমি
ঘ. উপকূলীয় সমভূমি
৪৬. সুনামির ঢেউয়ের উচ্চতা কত হয়?
ক. ১২–১৫ মিটার খ. ১৫–১৮ মিটার
গ. ১৫–২০ মিটার ঘ. ১৮–২০ মিটার
৪৭. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে—
i. বহুতল ভবনে জরুরি সিঁড়ি রাখা
ii. বাড়ির প্রত্যেক সদস্যের জন্য হেলমেট রাখা
iii. ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. জলবায়ু পরিবর্তনের ফলে—
i. মানুষের পেশাগত পরিবর্তন ঘটেছে
ii. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে
iii. বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. বাংলাদেশে ভূমিকম্প বেশি অনুভূত হওয়ার কারণ—
i. ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের নৈকট্য
ii. অগ্ন্যুৎপাত ও সুনামি
iii. এ দেশের অভ্যন্তরে ফাটল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
ক. জানুয়ারি খ. ফেব্রুয়ারি
গ. নভেম্বর ঘ. ডিসেম্বর
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৪১.খ ৪২.ঘ ৪৩.গ ৪৪.ঘ ৪৫.খ ৪৬.গ ৪৭.ঘ ৪৮.ঘ ৪৯.খ ৫০.ক
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা