বিএ ও বিএসএস করুন বাউবিতে, যোগ্যতা এইচএসসি পাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস প্রোগ্রাম ২০২৫ ব্যাচে (জানুয়ারি–ডিসেম্বর) প্রথম সেমিস্টারে ভর্তির সময় বিশেষ বিবেচনায় বাড়ানো হয়েছে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

ভর্তির জন্য দরকারি তথ্য

১. এটি সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত প্রোগ্রাম।

২. এই কোর্সের মেয়াদ ৩ বছর।

৩. অনলাইনে osaps –এর মাধ্যমে আবেদন করতে হবে।

৪. অনলাইনে আবেদন সম্পন্ন করার সাত কার্যদিবসের মধ্যে অনলাইনে আবেদনের কপি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্র, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত কপিসহ সংশ্লিষ্ট আঞ্চলিক বা উপ–আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।

আরও পড়ুন

অনলাইনে ভর্তির সময় যা প্রয়োজন

১. শিক্ষার্থীর সদ্য তোলা স্ক্যান করা ছবি ও স্বাক্ষরের স্ক্যান করা কপি।

২. সর্বমোট ৩ হাজার ৮৯০ টাকা বিকাশ বা ডিবিবিএলের মাধ্যমে সংশ্লিষ্ট চার্জসহ জমা দিতে হবে।

৩. ফির বিবরণ: ভর্তি ফরম ফি ১০০ টাকা, ডিজিটাল বা প্লাস্টিক আইডি কার্ড ফি ২০০ টাকা, রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা, প্রতি কোর্স ফি ৭৩৫ টাকা হারে চারটি কোর্সের জন্য ২ হাজার ৯৪০ টাকা, একাডেমিক ক্যালেন্ডার ৫০ টাকা, পরীক্ষার ফি ৩০০ টাকা ও সেমিস্টার নম্বরপত্র ফি ১০০ টাকাসহ সর্বমোট ৩ হাজার ৮৯০ টাকা।

৪. তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা কোর্স ফির শতকরা ৬০ শতাংশ ছাড় পাবেন।

আরও পড়ুন

ভর্তির সময়

১. ভর্তির আবেদনের শেষ তারিখ: ৫ এপ্রিল ২০২৫।

২. টিউটোরিয়াল ক্লাসের তারিখ: ১১ এপ্রিল ২০২৫।