অধ্যায় ৩
২১. নদীর বিস্তার সবচেয়ে বেশি কোন গতিতে দেখা যায়?
ক. মধ্যগতি খ. ঊর্ধ্বগতি
গ. নিম্নগতি ঘ. স্থির অবস্থা
নিচের উদ্দীপকটির আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পলাশদের বাড়ি জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। একদিন পলাশ তার চাচার সঙ্গে নদীর ধারে ঘুরতে গিয়ে দেখল নদীতে তেমন স্রোত নেই। তার চাচা বলল, একসময় নদীর স্রোতের বেগ খুব বেশি ছিল।
২২. উদ্দীপকে উল্লিখিত নদীটি বর্তমানে কী অবস্থায় আছে?
ক. পার্বত্য অবস্থায় খ. নিম্নগতিতে
গ. মধ্যগতিতে ঘ. ঊর্ধ্বগতিতে
২৩. উদ্দীপকে উল্লিখিত নদীর বর্তমানে—
i. উপত্যকা গভীর
ii. নিম্নক্ষয় বন্ধ
iii. নদীবাহিত বালুকণা ও কাদা সঞ্চিত হয়ে চর পড়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি?
ক. পার্শ্বক্ষয়ের ফলে
খ. তলদেশ ক্ষয়ের ফলে
গ. স্রোতের বেগ কমলে
ঘ. ঢাল হ্রাসের ফলে
২৫. পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কী বলে?
ক. কাসকেড খ. খরস্রোত
গ. জলপ্রপাত ঘ. গিরিখাত
২৬. সমভূমি অঞ্চলের নদী উপত্যকা—
i. প্রশস্ত হয়
ii. গভীর হয়
iii. সংকীর্ণ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটির আলোকে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
২৭. উদ্দীপকে ‘ক’ চিত্রটি কোন ধরনের ভূমিরূপ?
ক. অশ্বক্ষুরাকৃতি হ্রদ
খ. প্লাবন ভূমি
গ. কর্দম ছিপি
ঘ. বাঁকের চর
২৮. উদ্দীপকে ‘ক’ ভূমিরূপটি গঠিত হয়—
i. নদীর দুটি বাঁক পরস্পর সন্নিকটে প্রবাহিত হলে
ii. দুটি বাঁকের মধ্যবর্তী অংশে ক্ষয় হয়ে একত্রে প্রবাহিত হলে
iii. বাঁকের মধ্যবর্তী অংশে ক্ষয় না হয়ে প্রবাহিত হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. ক্ষয়কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ কোনটি?
ক. জলপ্রপাত খ. পলল কোণ
গ. পলল পাখা ঘ. পশ্চাৎ ঢাল
৩০. যমুনা নদীর উৎপত্তি কোথায়?
ক. গঙ্গোত্রী হিমবাহে খ. নাগা-মনিপুরে
গ. লুসাই পাহাড়ে ঘ. মানস সরোবরে
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২১.গ ২২.খ ২৩.গ ২৪.খ ২৫.গ ২৬.ক ২৭.ক ২৮.ক ২৯.ক ৩০.ঘ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা