সপ্তম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৪১. ডকুমেন্টকে কেন একটি নাম দিয়ে সংরক্ষণ করা হয়?

ক. হারানো থেকে রক্ষার জন্য

খ. ডকুমেন্ট ডিলিট করার জন্য

গ. লুকিয়ে রাখার জন্য

ঘ. ডকুমেন্ট সাজানোর জন্য

৪২. কোনটি ডকুমেন্ট সম্পাদনার কাজ?

ক. ফরমেটিং খ. প্রিন্ট

গ. অ্যালাইনমেন্ট ঘ. পেস্ট

৪৩. অক্ষর ছোট বা বড় করা কোনটির কাজ?

ক. প্রিন্ট খ. ফরমেটিং

গ. সম্পাদনা ঘ. ব্যবস্থাপনা

৪৪. অভ্র সফটওয়্যার চালু করতে কোন কী চাপতে হবে?

ক. F6 খ. F9

গ. F10 ঘ. F12

৪৫. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দ্বারা কম্পিউটারের কোন কাজটি করা হয়?

ক. ছবি আঁকা

খ. সারণি তৈরি করা

গ. ওয়ার্ড টাইপ করা

ঘ. পেজ কপি করা

৪৬. ওয়ার্ড প্রসেসরে বিজয় কি-বোর্ড চালু করতে হলে কী করতে হয়?

ক. Alt + b বাটন একসঙ্গে চাপতে হয়

খ. Ctrl + b বাটন একসঙ্গে চাপতে হয়

গ. Shift + b বাটন একসঙ্গে চাপতে হয়

ঘ. Ctrl + Alt+b বাটন একসঙ্গে চাপতে হয়

৪৭. কোনো ডকুমেন্টের প্যারাগ্রাফ মার্জিনের কোন দিকে থাকবে তা কীভাবে নির্ধারণ করা হয়?

ক. ফন্ট দ্বারা

খ. আন্ডারলাইন দ্বারা

গ. অ্যালাইনমেন্ট

ঘ. ফরমেটিং দ্বারা

৪৮. লেখার আকার এক পয়েন্ট ছোট করতে কোন কি ব্যবহার করতে হবে?

ক. Ctrl+] খ. Ctrl+[

গ. Ctrl+e ঘ. Ctrl+p

৪৯. লেখার নিচে আন্ডারলাইন দিতে হলে কী চাপতে হবে?

ক. Ctrl b খ. Alt i

গ. Alt w ঘ. Ctrl u

৫০. লেখা বোল্ড করতে হলে কী চাপতে হবে?

ক. Ctrl+b খ. Ctrl+i

গ. Ctrl+w ঘ. Alt+u

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪১.ক ৪২.ঘ ৪৩.খ ৪৪.ঘ ৪৫.গ ৪৬.ঘ ৪৭.গ ৪৮.খ ৪৯.ঘ ৫০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)