দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
দশম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৩
১. কোনো কনটেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তাকে কী বলে?
ক. প্রতিলিপি খ. ডিজিটাল কনটেন্ট
গ. উপাত্ত ঘ. ডেটাবেজ
২. ডিজিটাল কনটেন্ট কী আকারে প্রেরিত ও গৃহীত হয়?
ক. অ্যানালগ উপাত্ত খ. ডিজিটাল উপাত্ত
গ. তথ্য আকারে ঘ. পোস্টারে
৩. ডিজিটাল কনটেন্ট কী আকারে সম্প্রচারিত হতে পারে?
ক. অ্যানালগ আকারে
খ. অ্যানালগ ফাইল আকারে
গ. কম্পিউটারের ফাইল আকারে
ঘ. ই-লার্নিং প্রক্রিয়ায়
৪. ডিজিটাল কনটেন্টে যুক্ত হতে পারে—
i. শব্দ, অডিও, ভিডিও
ii. লিখিত কনটেন্ট, ছবি, ভিডিও
iii. ছবি, ভিডিও, অ্যানিমেশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. ডিজিটাল কনটেন্ট হলো—
i. ই-বুক, ব্লগপোস্ট ও ই-নিবন্ধ
ii. ইনফো গ্রাফিকস ও অ্যানিমেটেড ছবি
iii. অডিও-ভিডিও স্ট্রিমিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কী বলে?
ক. অ্যানিমেশন খ. শেয়ারিং
গ. ওয়েবিনারো ঘ. ভিডিও স্ট্রিমিং
৭. লিখিত তথ্য, ছবি, শব্দ বা ভিডিও কোন ধরনের কনটেন্ট?
ক. ই-সেবা
খ. কুয়েরি
গ. ডিজিটাল কনটেন্ট
ঘ. শ্বেতপত্র
৮. অ্যানিমেশন কী ধরনের কনটেন্ট?
ক. অ্যানালগ খ. ডিজিটাল
গ. ই-বুক ঘ. পিডিএফ
৯. ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্যকে কী বলে?
ক. ডিজিটাল কনটেন্ট
খ. ডিজিটাল লাইব্রেরি
গ. অ্যানিমেশন
ঘ. ই-বুক
১০. ডিজিটাল কনটেন্টকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.খ ২.খ ৩.গ ৪.ঘ ৫.ঘ ৬.ঘ ৭.গ ৮.খ ৯.ক ১০.গ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা