বাংলা - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

বিরামচিহ্ন

৯. প্রশ্ন: হাতি ভাবল পুঁচকে শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারব না কেন সে–ও নদীতে নেমে পড়ল কিন্তু মস্ত বড় তার শরীর আর কী ভারী

উত্তর: হাতি ভাবল, পুঁচকে শিয়াল যদি নদী পার হতে পারে, আমি পারব না কেন? সে–ও নদীতে নেমে পড়ল। কিন্তু মস্ত বড় তার শরীর আর কী ভারী!

আরও পড়ুন

১০. প্রশ্ন: হাতিটা এমন ভাব করতে শুরু করল সেই বুঝি বনের রাজা গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ সে–ও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম বাঘ মামা সে–ও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না

উত্তর: হাতিটা এমন ভাব করতে শুরু করল, সেই বুঝি বনের রাজা। গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ। সে–ও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘ মামা, সে–ও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন