বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) : অধ্যায় ১ | বাংলাদেশ ও বিশ্বপরিচয় - দশম শ্রেণি
দশম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১
১১. আইয়ুব খান ১৯৬৫ সালে কত ভোটে কাউন্সিল সদেস্যর প্রেসিডেন্ট নির্বাচিত হন?
ক. ৬৫ হাজার খ. ৮০ হাজার
গ. ৮২ হাজার ঘ. ৮৫ হাজার
১২. ভাষা আন্দোলনের ফলে—
i. বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়
ii. জাতীয়তাবাদের উন্মেষ ঘটে
iii. বাঙালি অধিকার আদায়ে সচেষ্ট হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. ভারতবর্ষে ব্রিটিশ শাসন অবসানের পর কয়টি রাষ্ট্রের জম্ম হয়েছিল?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
১৪. ভাষা আন্দোলনের সময় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কোন ভাষাকে সমর্থন করেছিল?
ক. বাংলা খ. আরবি
গ. উর্দু ঘ. মান্দি
১৫. কবে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয়?
ক. ১৯৪৭ সালের ১৭ জানুয়ারি
খ. ১৯৪৭ সালের ১৭ মার্চ
গ. ১৯৪৭ সালের ১৪ এপ্রিল
ঘ. ১৯৪৭ সালের ১৭ মে
১৬. বাংলা ভাষার জন্য প্রথম রাজবন্দীদের শীর্ষস্থানীয় ছাত্রনেতা কে ছিলেন?
ক. আবুল বরকত
খ. অধ্যাপক আবুল কাশেম
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. তাজউদ্দীন আহমদ
১৭. কার নেতৃত্বে ‘তমদ্দুন মজলিস’ প্রতিষ্ঠিত হয়?
ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. মুহাম্মদ এনামুল হক
ঘ. অধ্যাপক আবুল কাশেম
১৮. ভাষাশহিদ শফিউরের পিতা কবে প্রথম শহিদ মিনার উদ্বোধন করেন?
ক. ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি
খ. ১৯৫২ সালের ২৪ ফেব্রুয়ারি
গ. ১৯৫২ সালের ২৭ ফেব্রুয়ারি
ঘ. ১৯৫২ সালের ২৮ ফেব্রুয়ারি
১৯. খাজা নাজিম উদ্দিনের সঙ্গে সংগ্রাম পরিষদের কত দফা চুক্তি হয়?
ক. ৬ দফা খ. ৮ দফা
গ. ১১ দফা ঘ. ২১ দফা
২০. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুনর্গঠিত হয় কবে?
ক. ২ জানুয়ারি, ১৯৪৭
খ. ২ মার্চ, ১৯৪৭
গ. ২ জানুয়ারি, ১৯৪৮
ঘ. ২ মার্চ, ১৯৪৮
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.ঘ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা