পরিচ্ছেদ ৫
১৭. অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণটির রূপ কী?
ক. ন্+জ খ. ণ্+জ
গ. ঞ্+জ ঘ. ঙ্+জ
১৮. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
ক. ষ্+ণ খ. ষ্+ন
গ. ষ্+ঙ ঘ. ষ্+ঞ
১৯. ‘ক্ষ্ম’–এ যুক্তবর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি?
ক. ম্+ম খ. ম্+ম্ম
গ. ক্+ষ+ ম ঘ. ম্+হ
২০. ‘জ্ঞ’–যুক্তবর্ণটির সঠিক বিশ্লেষণ কোনটি?
ক. জ্ + গ খ. জ্ + ঞ
গ. জ্ + ণ ঘ. জ্ + জ
২১. বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২ ভাগে খ. ৪ ভাগে
গ. ৬ ভাগে ঘ. ৮ ভাগে
২২. ধ্বনির প্রতীককে কী বলে?
ক. অক্ষর খ. বর্ণ
গ. বর্ণমালা ঘ. চিহ্ন
২৩. স্বরবর্ণের পূর্ণ রূপ কয়টি?
ক. ৭টি খ. ৯টি
গ. ১০টি ঘ. ১১টি
২৪. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?
ক. কণ্ঠধ্বনি খ. স্বরধ্বনি
গ. ব্যঞ্জনধ্বনি ঘ. ইংরেজি ধ্বনি
২৫. ভাষায় ব্যবহৃত বর্ণসমষ্টিকে কী বলে?
ক. বর্ণ খ. বর্ণমালা
গ. ব্যঞ্জনবর্ণ ঘ. স্বরবর্ণ
২৬. বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা কয়টি?
ক. ১১টি খ. ৩৯টি
গ. ৪৯টি ঘ. ৫০টি
২৭. বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. ১০টি খ. ১১টি
গ. ১২টি ঘ. ১৩টি
২৮. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
ক. ১৯টি খ. ২৯টি
গ. ৩৫টি ঘ. ৩৯টি
২৯. সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?
ক. জ্ঞ = ঞ্+জ খ. জ্ঞ = জ্+ঞ
গ. জ্ঞ = ঙ্+গ ঘ. জ্ঞ = ঞ্+চ
৩০. শীতের সঞ্চয় চাই। ‘সঞ্চয়’ শব্দের যুক্তবর্ণ কোনটি?
ক. চ্ + ঞ খ. ঞ্ + জ
গ. ঞ্ + চ ঘ. ঞ্ + ছ
৩১. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
ক. ঙ+গ = ঙ্ঘ খ. হ্+ণ = হ্ন
গ. জ+ঙ = ঞ্জ ঘ. ক্+ষ =ক্ষ
৩২. কোন মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই?
ক. আ খ. অ
গ. ই ঘ. অ্যা
সঠিক উত্তর
পরিচ্ছেদ ৫: ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. ক ২২. খ ২৩. ঘ ২৪. গ ২৫. খ ২৬. ঘ ২৭. খ ২৮. ঘ ২৯. খ ৩০. গ ৩১. ঘ ৩২. ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা