এসএসসি ২০২৩ - জীববিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৩১. R চিহ্নিত অংশটির কাজ কী?

ক. শক্তি উৎপন্ন করা

খ. খাদ্য তৈরি করা

গ. পানির সমতা রক্ষা করা

ঘ. প্রোটিন সংশ্লেষণ করা

৩২. বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কী বলা হয়?

ক. কোলেনকাইমা

খ. অ্যারেনকাইমা

গ. ক্লোরেনকাইমা

ঘ. স্ক্লেরেনকাইমা

৩৩. পাতার ক্লোরেনকাইমাকে কী বলে?

ক. প্যারেনকাইমা খ. ক্যারেনকাইমা

গ. জাইলেম ঘ. মেসোফিল

৩৪. বাদ্যযন্ত্র তৈরিতে আমরা যে কাঠ ব্যবহার করি, তা হলো—

i. সেকেন্ডারি জাইলেম

ii. সেকেন্ডারি ফ্লোয়েম

iii. স্কেলেরেনকাইমা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. অ্যারেনকাইমা পাওয়া যায় কোনটিতে?

ক. বাঁশে খ. শাপলায়

গ. পেয়ারায় ঘ. মুখা ঘাসে

৩৬. স্থায়ী টিস্যুর ক্ষেত্রে—

i. কোষে কোষ গহ্বর থাকে

ii. কোষের সাইটোপ্লাজম ঘন

iii. কোষপ্রাচীর অপেক্ষাকৃত পুরু

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. ক্লোরেনকাইমা টিস্যু কোথায় অবস্থিত?

ক. মজ্জায় ও ত্বকে

খ. কর্টেক্স ও মজ্জারশ্মিতে

গ. পেরিসাইকেল ও মজ্জায়

ঘ. পাতার শিরায় ও পত্রবৃন্তে

৩৮. আসবাবপত্র তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

ক. জাইলেম প্যারেনকাইমা

খ. ফ্লোয়েম ফাইবার

গ. সেকেন্ডারি জাইলেম

ঘ. সেকেন্ডারি ফ্লোয়েম

৩৯. পাটের আঁশ কোন ধরনের টিস্যু?

ক. জাইলেম ফাইবার

খ. সেকেন্ডারি জাইলেম ফাইবার

গ. সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার

ঘ. স্ক্লেরেনকাইমা

৪০. জাইলেম টিস্যু কয় প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.ঘ ৩২.খ ৩৩.ঘ ৩৪.ক ৩৫.খ ৩৬.খ ৩৭.ঘ ৩৮.গ ৩৯.গ ৪০.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা