অধ্যায় ৬
১. শীতকালে সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হওয়ায় কোন ধরনের অবস্থার সৃষ্টি হয়?
ক. তাপমাত্রা বৃদ্ধি পায়
খ. বায়ুপ্রবাহ বৃদ্ধি পায়
গ. তাপমাত্রা হ্রাস পায়
ঘ. বায়ুচাপ হ্রাস পায়
২. দক্ষিণ এশিয়ার দেশসমূহ প্রধানত কোন জলবায়ুর অন্তর্গত?
ক. নিরক্ষীয় খ. মৌসুমি
গ. ভূমধ্যসাগরীয় ঘ. মহাদেশীয়
নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৩. উদ্দীপকে ‘ক’ চিহ্নিত স্থান কোন জলবায়ুর অন্তর্গত?
ক. মৌসুমি খ. নিরক্ষীয়
গ. মহাদেশীয় ঘ. ভূমধ্যসাগরীয়
৪. উদ্দীপকের ‘খ’ চিহ্নিত স্থানে অধিক বৃষ্টিপাতের কারণ—
i. বিষুবীয় অবস্থান
ii. বনভূমির অবস্থান
iii. মহাদেশীয় অবস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. ক্রান্তীয় মহাদেশীয় জলবায়ুর অপর নাম কী?
ক. আফ্রিকান খ. ব্রাজিলিয়ান
গ. নিরক্ষীয় ঘ. সুদানি
৬. ‘মৌসুম’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. আরবি খ. ফারসি
গ. ইংরেজি ঘ. বাংলা
৭. মৌসুমি জলবায়ু অঞ্চলে উত্তর গোলার্ধে বর্ষাকালে সূর্য কোথায় লম্বভাবে কিরণ দেয়?
ক. নিরক্ষরেখায়
খ. কর্কটক্রান্তি রেখায়
গ. মকরক্রান্তি রেখায়
ঘ. মূল মধ্যরেখায়
৮. ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত কখন হয়?
ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে
গ. শীতকালে ঘ. সারা বছর
৯. কোন জলবায়ু অঞ্চলে চিরহরিৎ বৃক্ষের বনভূমির সৃষ্টি হয়েছে?
ক. নিরক্ষীয় অঞ্চলে
খ. ভূমধ্যসাগরীয় অঞ্চলে
গ. মেরুদেশীয় অঞ্চলে
ঘ. মৌসুমি অঞ্চলে
১০. রেশম কোন জলবায়ু অঞ্চলের উল্লেখযোগ্য শিল্প?
ক. নাতিশীতোষ্ণ খ. ভূমধ্যসাগরীয়
গ. মেরুদেশীয় ঘ. নিরক্ষীয়
১১. শীতকালে বৃষ্টিপাত ও গ্রীষ্মকালে মেঘমুক্ত পরিষ্কার আকাশ কোন জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য?
ক. নিরক্ষীয় খ. ভূমধ্যসাগরীয়
গ. মৌসুমি ঘ. মেরুদেশীয়
১২. বার্ষিক সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যাপক পার্থক্য দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে?
ক. ভূমধ্যসাগরীয় অঞ্চলে
খ. মৌসুমি অঞ্চলে
গ. নিরক্ষীয় অঞ্চলে
ঘ. মেরুদেশীয় অঞ্চলে
১৩. সারা বছর পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে?
ক. নিরক্ষীয় অঞ্চল খ. মৌসুমি জলবায়ু
গ. ক্রান্তীয় সমুদ্র উপকূলীয়
ঘ. ক্রান্তীয় মহাদেশীয়
১৪. বাংলাদেশ কোন জলবায়ু দ্বারা প্রভাবিত অঞ্চল?
ক. নিরক্ষীয় অঞ্চলীয় খ. ক্রান্তীয় মৌসুমি
গ. ক্রান্তীয় সমুদ্র উপকূলীয়
ঘ. ক্রান্তীয় মহাদেশীয়
নিচের উদ্দীপকের আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তুষার তার মা–বাবাকে নিয়ে থাইল্যান্ডে বেড়াতে গেল। বিকেলে সে বাইরে হাঁটতে বের হয়ে দেখল খুব গরম লাগছে। সে দেশ থেকে জেনে এসেছিল এখানকার বার্ষিক তাপমাত্রা ২২°-৩৪° ডিগ্রি সে.।
১৫. তুষার যে দেশে গিয়েছিল, সেটা কোন জলবায়ুর অন্তর্গত?
ক. মৌসুমি খ. ভূমধ্যসাগরীয়
গ. নিরক্ষীয় ঘ. মেরুদেশীয়
১৬. উদ্দীপকের জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য—
i. সারা বছর অধিক বৃষ্টিপাত
ii. সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপের পার্থক্য কম
iii. সারা বছর আর্দ্র ঋতু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও।
১৭. উদ্দীপকে ‘ক’ অঞ্চলে বৃষ্টিপাতের প্রধান কারণ হচ্ছে—
i. তাপমাত্রা কমে যাওয়ায় উচ্চ চাপের সৃষ্টি
ii. বায়ুর গতিপথে পর্বতের বাধা
iii. দক্ষিণ–পশ্চিম থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১. গ ২. খ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ক ৭. খ ৮. গ ৯. ক ১০. খ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা