আঞ্চলিক বাক্য ও তার প্রমিত বাক্যরূপ লক্ষ করি : দ্বিতীয় অধ্যায় | বাংলা - ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

দ্বিতীয় অধ্যায়

নিচে কিছু আঞ্চলিক বাক্য ও তার প্রমিত বাক্যরূপ লক্ষ কর।

আঞ্চলিক বাক্য: তুমি কই থেইকা আইছ?

প্রমিত রূপ: তুমি কোথা থেকে এসেছ?

আঞ্চলিক বাক্য: আন্নে বালা আছেন নি? (নোয়াখালী)

প্রমিত রূপ: আপনি কি ভালো আছেন?

আঞ্চলিক বাক্য: মুই বাজারে যাইতেছি? (বরিশাল)

প্রমিত রূপ: আমি বাজারে যাচ্ছি।

আরও পড়ুন

আঞ্চলিক বাক্য: তুঁই গম আছো নি? (চট্টগ্রাম)

প্রমিত রূপ: তুমি কি ভালো আছ?

আঞ্চলিক বাক্য: আফনার হখল খান সঠিক অইছে। (সিলেট)

প্রমিত রূপ: আপনার সবকিছু সঠিক হয়েছে।

আঞ্চলিক বাক্য: তোর বাড়ি কোনঠে বাহে? (রংপুর)

প্রমিত রূপ: তোমার বাড়ি কোথায়?

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন