অধ্যায় ১
দুলাল ও মালতী তাদের ভূগোল পাঠ্যবই নিয়ে আলোচনা করছিল। দুলাল বলল, ‘ভূগোল সারা পৃথিবীর মানুষের কার্যকলাপ নিয়ে আলোচনা করে বলেই ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়।’ মালতী দুলালের কথায় সম্মতি দিয়ে বলল, ‘মানুষের বেঁচে থাকার সংগ্রাম সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই ভূগোল।’
প্রশ্ন :
ক. যাতায়াত ব্যবস্থা নিয়ে আলোচনা করে ভূগোলের কোন শাখা?
খ. পরিবেশ বলতে কী বোঝো? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে দুলালের করা উক্তিটির ব্যাখ্যা করো।
ঘ. দুলাল ও মালতীর আলোচনা থেকে ভূগোলের সংজ্ঞা নির্ধারণ করো।
উত্তর:
ক. যাতায়াত ব্যবস্থা নিয়ে আলোচনা করে পরিবহন ভূগোল।
খ. মানুষ যেখানে বাস করে তাকে ঘিরে যে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজ করে, তাকে পরিবেশ বলে। প্রকৃতির সব দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘর, বাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। কোনো জীবের চারপাশের সব জীব ও জড় উপাদানের সর্বসমেত প্রভাব ও সংঘটিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ।
গ. উদ্দীপকে দুলালের উক্তি ছিল, ‘ভূগোল সারা পৃথিবীর মানুষের কার্যকলাপ নিয়ে আলোচনা করে বলেই ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়।’ পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ–নদী, সাগর, খনিজ সম্পদ মানুষের জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। আর এর মাঝে রয়েছে মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কার্যকলাপ, প্রযুক্তির বিকাশ। মানুষের এসব ক্রিয়াকলাপ তার পরিবেশে ঘটায় নানা রকম পরিবর্তন।
মানুষ সবসময় এসব পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে সচেষ্ট রয়েছে। এ জন্য ভূগোল স্থান ও কালভেদে মানুষ ও পরিবেশের আন্তসম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করে।
ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। ভূগোলে মানুষের ক্রিয়াকলাপ গুরুত্ব দেওয়া হয় বলে পৃথিবীপৃষ্ঠে মানুষের সঙ্গে পরিবেশের কার্যকারণ সম্পর্ক বিচার-বিশ্লেষণ করে ভূগোল। তাই ভূগোলের বর্তমান আলোচনায় মানুষের ক্রিয়াকলাপ এত গুরুত্বপূর্ণ। আর এ পরিপ্রেক্ষিতেই দুলাল উদ্দীপকে উক্তিটি করেছে।
ঘ. উদ্দীপকে দুলাল ও মালতীর আলোচনায় ধরা পড়ে পৃথিবীর বুকে মানুষের ক্রিয়াকলাপ তথা বেঁচে থাকার নিরন্তর সংগ্রামের যুক্তিপূর্ণ আলোচনাই ভূগোল। তাদের এ আলোচনা থেকে ভূগোলের সংজ্ঞা নির্ধারণ করা যেতে পারে। মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতেই তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ–নদী, সাগর, খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ তার পরিবেশে ঘটায় নানা রকম পরিবর্তন।
ঘরবাড়ি, অফিস-আদালত, রাস্তাঘাট, শহর-বন্দর নির্মাণ প্রকৃতি ও পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে। বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মতো লোকালয়। খাল, বিল, পুকুর ভরাট হয়। মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়ার একটি সম্বন্ধ আছে। এই সম্বন্ধের মূলে আছে কার্যকারণের খেলা। ভূগোলের প্রধান কাজ হলো এই কার্যকারণ উদ্ঘাটন করা। বস্তুত পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম চলছে, সে সম্পর্কে যুক্তিযুক্ত আলোচনাই ভূগোল।
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা