শিখন অভিজ্ঞতা ৩
৬. প্রশ্ন: কোন ধরনের মূল অঙ্গজ জননে সহায়তা করে?
উত্তর: কাঁকরোল ও পটোলের জনন মূল।
৭. প্রশ্ন: শাখা মূলগুলো কীভাবে থাকে?
উত্তর: শাখা মূলগুলো সাধারণত ভূপৃষ্ঠতলের কাছাকাছি থাকে।
৮. প্রশ্ন: কোন উদ্ভিদের মূল শ্বসনে সাহায্য করে?
উত্তর: সুন্দরীগাছের শ্বাসমূল শ্বসনে সাহায্য করে।
৯. প্রশ্ন: নরম কাণ্ডের উদাহরণ দাও।
উত্তর: ফুলের বোঁটা একধরনের নরম কাণ্ড।
১০. প্রশ্ন: জাইলেম টিস্যুর কাজ কী?
উত্তর: মূলের মাধ্যমে শোষিত পানি ও খনিজ লবণ পাতা ও অন্যান্য অঙ্গে পরিবহন করা।
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা