অধ্যায় ২
১২. প্রশ্ন: মাটি ও পানিদূষণের সাদৃশ্য কোথায়?
উত্তর: মাটি ও পানিদূষণের সাদৃশ্য হচ্ছে উভয়ই ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে দূষিত হয়।
কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয়, মাটিদূষণের ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়।
অপর দিকে পয়োনিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য অথবা কলকারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। ময়লা আবর্জনা মৃত জীবজন্তু পানিতে ফেলা, কাপড় ধোয়া, গোসল করা ইত্যাদির ফলেও পানি দূষিত হয়। পানিদূষণের ফলে মানুষ কলেরা, ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড ইত্যাদি পানিবাহিত রোগ ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয়।
১৩. প্রশ্ন: শব্দদূষণ রোধে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারো সংক্ষেপে লেখো।
উত্তর: শব্দদূষণ রোধে আমি নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি—
ক. বিনা কারণে শোরগোল করব না।
খ. প্রয়োজন না হলে মাইক ব্যবহার করব না।
গ. উচ্চ স্বরে কথা বলব না বা চিত্কার করব না।
ঘ. বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজাব না।
ঙ. জেনারেটরের আওয়াজ নিয়ন্ত্রণে রাখব।
চ. অন্যরা যাতে এসব নিয়মকানুন মেনে চলে, তার জন্য সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করব।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা