অধ্যায় ৬
১১. দেনালিপি ইস্যু করলে লিপিবদ্ধ করতে হবে–
i. বহিঃফেরত বইতে
ii. আন্তঃফেরত বইতে
iii. ক্রয়ফেরত বইতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. জাবেদা সহকারী বই হিসেবে কাজ করে—
i. খতিয়ানের
ii. রেওয়ামিলের
iii. আর্থিক বিবরণীর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. জাবেদা থেকে পাওয়া যায়—
i. খতিয়ানের
ii. রেওয়ামিলের
iii. আর্থিক বিবরণী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব আনোয়ার ১ জানুয়ারি ২০১৭ তারিখে ১,০০,০০০ টাকার মজুতপণ্য নিয়ে চট্টগ্রামের ইস্পাহানি গেটে একটি মনিহারি দোকান শুরু করেন। উক্ত মাসে ব্যবসাপ্রতিষ্ঠানে নিচের লেনদেনগুলো সম্পাদিত হয়।
জানুয়ারি ৪ জনাব আলমের নিকট বিক্রয় ১০,০০০ টাকা; জানুয়ারি ১০ পণ্য ক্রয় ১৫,০০০ টাকা;
জানুয়ারি ১৫ ধারে পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা;
জানুয়ারি ২২ হাবিবের নিকট থেকে নগদে প্রাপ্তি ৮,০০০ টাকা; জানুয়ারি ২৯ পণ্য ফেরত দেওয়া হলো ৫,০০০ টাকা।
১৪. ওপরের তথ্যের ভিত্তিতে কোন লেনদেন জনাব আনোয়ারের প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হবে?
ক. নগদে বিক্রয়
খ. ধারে বিক্রয়
গ. পণ্য ফেরত দেওয়া হলো
ঘ. মজুতপণ্য
১৫. জাবেদাকে বলা হয়—
i. প্রাথমিক বই
ii. সহকারী বই
iii. স্থায়ী বই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. যেসব নামে কোনো হিসাব লেখা হয় না—
i. পণ্য
ii. মাল
iii. চেক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়—
ক. আসবাবপত্র বিক্রয়
খ. পাওনা আদায়
গ. ঋণ পরিশোধ
ঘ. পণ্য বিক্রয়
১৮. প্রকৃত জাবেদা হচ্ছে—
i. সমাপনী জাবেদা
ii. সংশোধনী জাবেদা
iii. নগদ প্রদান জাবেদা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. সমাপনী দাখিলার দ্বারা বন্ধ করা হয়—
i. আয় হিসাব
ii. উত্তোলন হিসাব
iii. মালিকানাস্বত্ব হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. বিক্রয় বইতে বিক্রয় মূল্যের সাথে যোগ করা হয়—
i. বিমা খরচ
ii. বিক্রয় পরিবহন
iii. প্যাকিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১১.খ ১২.ক ১৩.ঘ ১৪.ঘ ১৫.ক ১৬.ঘ ১৭.গ ১৮.ঘ ১৯.ঘ ২০.ঘ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা