বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : অধ্যায় ১ | ভূগোল ও পরিবেশ - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১. Geo শব্দটির অর্থ কী?

ক. ভূ খ. বর্ণনা

গ. প্রকৃতি ঘ. পরিবেশ

২. ‘Geography’ শব্দটির অর্থ কী?

ক. পৃথিবীর বর্ণনা

খ. পৃথিবীর গঠন

গ. পৃথিবীর পরিবেশ

ঘ. পৃথিবীর জন্মরহস্য

৩. ‘Geography’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

ক. ম্যাকনি খ. ইরাটোসথেনিস

গ. অ্যাকারম্যান ঘ. সি সি পার্ক

৪. কীভাবে মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে?

ক. বহিঃক্রিয়ার মাধ্যমে

খ. মিথস্ক্রিয়ার মাধ্যমে

গ. অন্তঃক্রিয়ার মাধ্যমে

ঘ. দ্রুততার মাধ্যমে

৫. ভূগোলকে ‘পৃথিবীর বিজ্ঞান’ বলেছেন কে?

ক. কার্ল রিটার খ. ই এ ম্যাকনি

গ. রিচার্ড হার্টশোন ঘ. ইরাটোসথেনিস

আরও পড়ুন

৬. কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত?

ক. ব্যবসায়-বাণিজ্য পরিচালনা

খ. উদ্ভিদ ও জীবজন্তু

গ. অক্ষাংশ ও দ্রাঘিমাংশ

ঘ. শহরের ক্রমবিকাশ

৭. পরিবেশ প্রধানত কত প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. ছয় প্রকার

৮. প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গঠিত পরিবেশকে কী বলে?

ক. সামাজিক পরিবেশ

খ. ভৌগোলিক পরিবেশ

গ. প্রাকৃতিক পরিবেশ

ঘ. সাংস্কৃতিক পরিবেশ

৯. মানুষের আচার-আচরণ, রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশকে কী বলে?

ক. প্রাকৃতিক পরিবেশ

খ. ভৌগোলিক পরিবেশ

গ. সামাজিক পরিবেশ

ঘ. আধুনিক পরিবেশ

১০. যে ধরনের বিষয়বস্তু ভূগোলে আলোচিত হয়—

i. পরিবেশে মানুষের কর্মকাণ্ড

ii. অর্থনৈতিক মন্দার কারণ

iii. পরিবেশে মানুষের জীবনধারা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.ক ২.ক ৩.খ ৪.খ ৫.ক ৬.খ ৭.ক ৮.গ ৯.গ ১০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন