অর্থের মূল্য নির্ণয় - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র, অধ্যায় ৩ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

[এর আগের প্রকাশিত লেখা]

৮৩. সাধারণ বৃত্তির ফলাফলকে (1+i) দ্বারা গুণ করলে কী পাওয়া যায়?

ক. সুদের হার

খ. সাধারণ বৃত্তির কিস্তি

গ. অগ্রিম বৃত্তির কিস্তি 

ঘ. অগ্রিম বৃত্তির ফলাফল

৮৪. বার্ষিক সুদের হার ১৮% এবং ত্রৈমাসিক সুদের হার ৪.৫%–এর মধ্যে সম্পর্ক   কেমন?

ক. সমতুল্য

খ. বিপরীতমুখী

গ. সমমুখী

ঘ. কোনো সম্পর্ক নেই

৮৫. সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাধারণত—

i. অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়

ii. দ্রব্যমূল্য বৃদ্ধি পায়

iii. অর্থের মূল্য বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৬. অর্থের সময় মূল্যের সাহায্যে—

i. কিস্তির পরিমাণ নির্ণয় করা যায়

ii. বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়

iii. ঋণ পরিশোধ তালিকা প্রস্তুত করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৭. অর্থের সময় পছন্দনীয়তার কারণ—

i. বর্তমান ভোগের প্রতি আকর্ষণ

ii. সঞ্চয় প্রবণতা

iii. মুদ্রাস্ফীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৮. মুদ্রাস্ফীতির ক্ষেত্রে—

i. অর্থের আকার বৃদ্ধি পায়

ii. অর্থের সরবরাহ বৃদ্ধি পায়

iii. অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৯. বর্তমান মূল্যের বৈশিষ্ট্য—

i. ভবিষ্যতে প্রাপ্য বা প্রদেয় অর্থের আজকের মূল্য

ii. বাট্টাকরণ প্রক্রিয়ায় নির্ণয় করা হয়

iii. বর্তমান বাজার মূল্যের প্রকাশক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৮৩. ঘ ৮৪. ক ৮৫. ক ৮৬. ঘ ৮৭. খ ৮৮. গ ৮৯. ক

মোহাম্মদ জয়নাল আবেদীনপ্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা