সংক্ষেপে জেনে রাখি - জনস্বল্পতা, জনসংখ্যা বণ্টন, কম্পোজিট কণিকা, ইলেকট্রন বিন্যাস

জনস্বল্পতা

জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ বেশি থাকা সত্বেও জনসংখ্যার স্বল্পতার কারণে পর্যাপ্ত সম্পদ এবং ভূমি ব্যবহার না করা গেলে উৎপাদন ব্যাহত হয়। এই অবস্থাকে জনস্বল্পতা বলে। যেমন অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা প্রভৃতি দেশে ভূমির তুলনায় জনসংখ্যা কম।

জনসংখ্যা বণ্টন

জনসংখ্যার ঘনত্ব বা আকারগত তারতম্য থেকে সহজেই বোঝা যায় যে ভৃপৃষ্ঠে জনসংখ্যার বণ্টন সর্বত্র সমান নয়। স্থানভেদে জনসংখ্যার অবস্থানগত বিস্তৃতি বা বিন্যাস হচ্ছে জনসংখ্যা বণ্টন। ভৃপৃষ্ঠের কোথাও মানুষের বিপুল ঘন সমাবেশ। আবার কোথাও জনমানবহীন। ভূপৃষ্ঠের ৫০-৬০ শতাংশের মতো এলাকায় শতকরা প্রায় ৫ ভাগ লোকের বসতি।

কম্পোজিট কণিকা

পরমাণুতে অনেক সময় অস্থায়ী কণিকার পাশাপাশি কিছু ভারী কণিকা পাওয়া যায়। এদের কম্পোজিট কণিকা বলে। যেমন ডিউটেরন, আলফা কণা ইত্যাদি। কম্পোজিট কণিকাকে যৌগিক কণিকাও বলা হয়।

ইলেকট্রন বিন্যাস

ইলেকট্রনসমূহ শক্তির ক্রমানুসারে যে বিভিন্ন শক্তিস্তরে সাজানো থাকে তাকে ইলেকট্রন বিন্যাস বলে। ইলেকট্রন বিন্যাসের সাহায্যেই কোনো মৌলের পর্যায় সারণিতে সঠিক অবস্থান নির্ণয় করা হয়। এটি পর্যায় সারণির মূল ভিত্তি।