[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ৩
সমাস: বাংলা ভাষায় শব্দ গঠনের একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সমাস। দুটি অর্থযুক্ত শব্দ পাশাপাশি বসে নতুন শব্দ গঠনের প্রক্রিয়ার নাম সমাস। অর্থাৎ, সমাস সাধিত শব্দের প্রতিটি অংশেরই আলাদা অর্থ থাকে। নিচে সমাসের মাধ্যমে গঠিত কিছু শব্দের নমুনা দেওয়া হলো।
ভাই + বোন = ভাই-বোন
কাজল + কালো = কাজলকালো
আসা + যাওয়া = আসা-যাওয়া
ছেলে + ভোলানো = ছেলেভোলানো
ভালো + মন্দ = ভালোমন্দ
মামা + বাড়ি = মামাবাড়ি
ত্রি + ফল = ত্রিফলা
আরও পড়ুন
চা + বাগান = চা-বাগান
চৌ + রাস্তা = চৌরাস্তা
গরুর + গাড়ি = গরুরগাড়ি
হাত + ঘড়ি = হাতঘড়ি
তেলে + ভাজা = তেলেভাজা
লাল + পাড় = লালপেড়ে
হাতে + খড়ি = হাতেখড়ি
গোঁফ + খেজুর = গোঁফখেজুরে
বউ + ভাত = বউভাত
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]
আরও পড়ুন