২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দশম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

২১. মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণ—

i. সমত্বরণ

ii. অসমত্বরণ

iii. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. একই উচ্চতা থেকে মুক্তভাবে পড়ন্ত সব বস্তু—

i. সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে

ii. ভিন্ন ভিন্ন বেগে ভূমিকে আঘাত করবে

iii. একই সময় ভূমিতে পতিত হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. পার্কের দোলনায় একটি শিশু দুলছে। তার এই দোলনের গতিটি কি গতি ?

ক. আপেক্ষিক স্থিতি

খ. সরল স্পন্দন গতি

গ. পরম স্থিতি

ঘ. পরম গতি

২৪. পেট্রল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি?

ক. রৈখিক গতি খ. ঘূর্ণন গতি

গ. চলন গতি ঘ. পর্যায়বৃত্ত গতি

২৫. সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?

ক. চলন খ. পর্যায়বৃত্ত

গ. ঘূর্ণন ঘ. স্পন্দন

২৬. একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে, তা কী?

ক. স্পন্দন গতি খ. চলন গতি

গ. পর্যায় গতি ঘ. ঘূর্ণন গতি

২৭. নিচের কোনটি ঘূর্ণন গতি?

ক. সরল দোলকের গতি

খ. সুরশলাকার গতি

গ. পৃথিবীর গতি

ঘ. বৈদ্যুতিক পাখার গতি

২৮. সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথ কেমন?

ক. বৃত্তাকার খ. সরলরৈখিক

গ. উপবৃত্তাকার ঘ. পরাবৃত্তাকার

২৯. হ্যালির ধূমকেতুর গতি কী রকম গতি?

ক. রৈখিক গতি খ. উপবৃত্তাকার গতি

গ. পর্যায়বৃত্ত গতি ঘ. স্পন্দন গতি

৩০. নিচের কোনটি ভেক্টর রাশি?

ক. কাজ খ. দ্রুতি

গ. বল ঘ. শক্তি

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.গ ২২.খ ২৩.খ ২৪.খ ২৫.খ ২৬.খ ২৭.ঘ ২৮.গ ২৯.গ ৩০.গ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা