অধ্যায় ৬
১. জন ডালটন কত সালে পরমাণুর কথা বলেছেন?
ক. ১৮০১ সালে খ. ১৮০৩ সালে
গ. ১৮১৮ সালে ঘ. ১৮২৫ সালে
২. পরমাণুর বেশির ভাগ জায়গা কী থাকে?
ক. ভরা খ. ফাঁকা
গ. ইলেকট্রন পূর্ণ ঘ. প্রোটন পূর্ণ
৩. কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে কী বলা হয়?
ক. ভর সংখ্যা
খ. নিউক্লিয়াস
গ. পারমাণবিক সংখ্যা
ঘ. প্রোটন সংখ্যা
৪. আইসোটোপ সাধারণত কেমন ধরনের হয়?
ক. অস্থায়ী খ. স্থায়ী
গ. বর্ণহীন ঘ. ক্ষতিকর
৫. পরমাণুতে ইলেকট্রন কাকে কেন্দ্র করে ঘোরে?
ক. কক্ষপথ খ. নিউক্লিয়াস
গ. নিউট্রন ঘ. কেন্দ্র
৬. কী গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণু আয়নে পরিণত হয়?
ক. প্রোটন খ. নিউট্রন
গ. ইলেকট্রন ঘ. শক্তিস্তর
৭. যে আয়নে ধনাত্মক আধান আছে তাকে কী বলে?
ক. ক্যাটায়ন খ. অ্যানায়ন
গ. শক্তিস্তর ঘ. কক্ষপথ
৮. ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে কী বলে?
ক. ক্যাটায়ন খ. অ্যানায়ন
গ. ইলেকট্রন বিন্যাস ঘ. শক্তিস্তর
৯. আধান নিরপেক্ষ কণিকা কোনটি?
ক. ইলেকট্রন খ. প্রোটন
গ. নিউট্রন ঘ. ক্যাটায়ন
১০. ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণু কিসে পরিণত হয়?
ক. নিউক্লিয়াসে খ. আয়নে
গ. প্রোটনে ঘ. কার্বনে
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১.খ. ২.খ ৩.গ ৪.ক ৫.খ ৬.গ ৭.ক ৮.খ ৯.গ ১০.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা