Read The Story (পর্ব-১৪) : Four Friends | ইংরেজি - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

[প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রয়োজনের কথা ভেবে ষষ্ঠ শ্রেণির ইংরেজি বইয়ের Four Friends লেসনটি ধারাবাহিকভাবে দেওয়া হলো। এ লেসনটি মনোযোগ দিয়ে পড়বে]

Four Friends

Anti’s eyes widened, ‘What is it, Ammu?’ Ammu smiled, ‘Nope! I won’t tell you now. It’s a surprise.’ Anti started to wait excitedly for Prabarona Purnima and when they heard all about it, Sadib, Nandini and Michael were even more excited. On the day of Prabarona Purnima Anti’s friends, all came over to their house. Anti’s mother cooked delicious foods to eat. Sadib rubbed his belly when he was done eating and said, ‘I ate so much today that my stomach is like a football!’ Everyone laughed.

আরও পড়ুন

অন্তির চোখ বড় হয়ে গেল, ‘সেটা কী মা?’ মা হাসলেন, ‘না! তোমাকে এখন বলব না। এটি একটি চমক।’ অন্তি প্রবারণা পূর্ণিমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল এবং যখন সাদিব, নন্দিনী আর মাইকেল এ বিষয়ে সবকিছু শুনল, তখন তারা আরও বেশি উদ্বেলিত হয়ে উঠল। প্রবারণা পূর্ণিমার দিন অন্তির বন্ধুরা সবাই তাদের বাড়িতে এল। অন্তির মা সুস্বাদু সব খাবার রান্না করেছিলেন। সাদিব খাওয়া শেষ করে পেটে ঘঁষে ঘষে বলল, ‘আজ এত খেয়েছি যে আমার পেট ফুটবলের মতো হয়ে গেছে!’ সবাই হাসল।

ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন