সন্ধি
১১. ‘অ + আ = আ’ এই সূত্রের সন্ধিজাত শব্দ কোনটি?
ক. নবান্ন খ. জলাশয়
গ. কথামৃত ঘ. মহাশয়
১২. ‘কথামৃত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. কথা + অমৃত খ. কথা + মৃত
গ. কথ + আমৃত ঘ. কথা + অমৃতঃ
১৩. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. শীত + আর্ত খ. শীত + অর্ত
গ. শীতা + ঋত ঘ. শীত + ঋত
১৪. ‘ক্ষুধার্ত’ এর সঠিক সন্ধি কোনটি?
ক. ক্ষুদা + ঋত খ. খুদা + ঋতঃ
গ. খুদা + ঋত ঘ. ক্ষুধা + ঋত
১৫. ‘কটূক্তি’ এর সন্ধিবিচ্ছেদ—
ক. কটু + উক্তি খ. কট + উক্তি
গ. কটূ + ক্তি ঘ. কটু + ক্তি
১৬. ‘অপেক্ষা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি?
ক. অপ + ইক্ষা খ. অপে + ক্ষা
গ. অপ + ঈক্ষা ঘ. অপ + ক্ষা
১৭. নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক. মিথ্যুক খ. কাঁচকলা
গ. দিগন্ত ঘ. উচ্ছেদ
১৮. ‘তন্বী’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. তন + ঈ খ. তনু + ই
গ. ত + ঈন্বী ঘ. তনু + ঈ
১৯. ‘স্বাগত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সু + আগত খ. সু + গত
গ. স্ব + আগত ঘ. স্ব + গত
২০. ‘পবিত্র’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পব + ইত্র খ. পবি + ইত্র
গ. পো + ইত্র ঘ. পৌ + ইত্র
সঠিক উত্তর
সন্ধি: ১১.খ ১২.ক ১৩.ঘ ১৪.ঘ ১৫.ক ১৬.গ ১৭.ক ১৮.ঘ ১৯.ক ২০.গ
শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক , আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা