ত্রিভুজ
১. সমবাহু ত্রিভুজ: যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে।
চিত্রে ABC একটি সমবাহু ত্রিভুজ। এর AB = BC = CA. অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্য সমান।
২. সমদ্বিবাহু ত্রিভুজ: যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
চিত্রে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এর AB = AC অর্থাৎ দুইটি বাহুর দৈর্ঘ্য সমান।
৩. বিষমবাহু ত্রিভুজ: যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে।
চিত্রে ABC একটি বিষমবাহু ত্রিভুজ। এর AB, BC ও CA বাহুগুলোর পরিমাপ পরস্পর অসমান।
রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা