বাংলা ১ম পত্র - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

পল্লিজননী

১১. ‘পল্লিজননী’ কবিতায় জোনাকি মেয়েরা কোন পথে চলে?

ক. গ্রাম্য পথে খ. মেঠো পথে

গ. বুনো পথে ঘ. পাহাড়ি পথে

১২. ‘পল্লিজননী’ কবিতায় কোনটি জমাট বাঁধার কথা বলা হয়েছে?

ক. বুনো মশকের গান

খ. জোনাকির আলো

গ. হুতুমের ডাক

ঘ. কানাকুয়োর গান

১৩. ‘সম্মুখে তার ঘোর কুজ্ঝটি’—কথাটির মধ্যে কিসের ইঙ্গিত আছে?

ক. ভবিষ্যৎ সম্পর্কে মায়ের আশঙ্কা

খ. ছেলের রোগমুক্তির বিলম্ব

গ. শীত ও কুয়াশার বৃদ্ধি

ঘ. প্রদীপ নিভে যাওয়ার ইঙ্গিত

১৪. ‘আই ঢাই মার প্রাণ’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. মায়ের কাকুতি–মিনতি

খ. মায়ের অভাব–অনটন

গ. মায়ের অস্থিরতা

ঘ. মায়ের দুশ্চিন্তা

১৫. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।’—এ উক্তির সঙ্গে ‘পল্লিজননী’ কবিতার মিলগত দিক হলো—

i. সন্তানের শুভকামনা

ii. গ্রামীণ ঐতিহ্য

iii. চিরায়ত অপত্যস্নেহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

১৬. ‘পল্লিজননী’ কবিতায় প্রতিফলিত হয়েছে—

i. সন্তানবাৎসল্য

ii. স্মৃতিকাতরতা

iii. দারিদ্র্য পীড়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

১৭. ‘পাণ্ডুর গালে চুমু খায় মাতা।’—এখানে ‘পাণ্ডুর’ শব্দটি কী অর্থ প্রকাশ করছে?

ক. রক্তশূন্য খ. লালচে

গ. বিবর্ণ ঘ. কালচে

১৮. ‘নিঝুম’ শব্দের অর্থ কী?

ক. নিঃশব্দ খ. আনন্দ

গ. কোলাহল ঘ. বিষাদ

উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রবি মায়ের একমাত্র ছেলে। তার ঘরে ভালো খাবারের অভাব নেই। তারপরও বায়না করা মাত্র হাজির হয়ে যায় সে যা চায় তা–ই। কেবল আকাশের চাঁদটা সে এখনো চায়নি।

১৯. উদ্দীপকে ‘পল্লিজননী’ কবিতার যে বিপরীত চিত্র ফুটে উঠেছে—

ক. বিরূপ প্রকৃতি

খ. মায়ের আয়োজন

গ. মায়ের অসহায়ত্ব

ঘ. ছেলের আবদার

২০. উল্লিখিত বিপরীত চিত্র আছে যে চরণে—

i. বলেছে আমরা, মোসলমানের আড়ং দেখিতে নাই

ii. ছোটখাটো কত বায়না ছেলের পারে নাই মিটাবার

iii. আজও রোগে তার পথ্য জোটেনি, ওষুধ হয়নি আনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

পল্লিজননী: ১১.গ ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা