অধ্যায় ২
১. ‘শরিয়ত’ অর্থ কী?
ক. জীবনপদ্ধতি খ. কার্যনীতি
গ. কর্মসূচি ঘ. কর্মপন্থা
২. ইসলামি পরিভাষায় ‘শরিয়ত’ কী?
ক. আত্মশুদ্ধি খ. ইসলামি কার্যনীতি
গ. ইসলামি জ্ঞান অর্জন ঘ. প্রচলিত কার্যনীতি
৩. জীবনপদ্ধতি, আইনকানুন, বিধিবিধান অর্থে ব্যবহৃত হয় কোন শব্দটি?
ক. শরিয়ত খ. মারেফত
গ. ইসলাম ঘ. তাসাউফ
৪. ইসলামি ‘জীবনপদ্ধতি’কে কী বলা হয়?
ক. ইজমা খ. কিয়াস
গ. শরিয়ত ঘ. রিসালাত
৫. ইসলামি শরিয়ত অপরিহার্য কেন?
ক. জ্ঞানী হওয়ার জন্য
খ. সুষ্ঠুভাবে জীবন পরিচালনার জন্য
গ. নেতৃত্ব লাভের জন্য
ঘ. সামাজিক মর্যাদার অধিকারী হওয়ার জন্য
৬. শরিয়তের প্রথম উত্স কয়টি?
ক. কিয়াস খ. ইজমা
গ. হাদিস ঘ. কোরআন
৭. জীবনের সব সমস্যার সমাধান দেয় বলে আল–কোরআনকে কী বলা হয়?
ক. সর্বজনীন খ. সন্দেহমুক্ত
গ. দিকনির্দেশক ঘ. সর্বশেষ কিতাব
৮. আল–কোরআন হেফাজতের দায়িত্ব কার?
ক. হাফিজে কোরআনের খ. আল্লাহ তায়ালার
গ. মহানবি (সা.)-এর ঘ. ফেরেশতাদের
৯. আল–কোরআন কার ওপর নাজিল করা হয়েছে?
ক. হজরত ঈসা (আ.)-এর
খ. হজরত মুহাম্মদ (সা.)-এর
গ. হজরত মুসা (আ.)-এর
ঘ. হজরত জিব্রাইল (আ.)-এর
১০. কোন যুদ্ধে সর্বাধিক হাফিজে কোরআন শাহাদাত বরণ করেন?
ক. ওহুদ খ. ইয়ামামা
গ. খায়বার ঘ. তাবুক
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ক ২.খ ৩.ক ৪.গ ৫.খ ৬.ঘ ৭.ক ৮.খ ৯.খ ১০.খ
নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা