অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১১. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?

ক. চরমপত্র খ. সংবাদ পরিক্রমা

গ. বজ্রসাহস ঘ. চরমপাঠ

১২. প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলাযোদ্ধারা কোন সময়ে দেশে প্রবেশ করে যুদ্ধ করেন?

ক. জুন মাসে খ. জুলাই মাসে

গ. আগস্ট মাসে ঘ. মে মাসে

১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ যে ভাষণ দিয়েছিলেন, সেটি কেমন ধরনের ভাষণ ছিল?

ক. লিখিত খ. অলিখিত

গ. মুখস্থ ঘ. তাত্ক্ষণিক

১৪. পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণে কে নেতৃত্ব প্রদান করেন?

ক. এ কে খন্দকার

খ. জেনারেল ওসমানী

গ. লে. জেনারেল জগজিৎ সিং অরোরা

ঘ. জেনারেল স্যাম মানেকশ

১৫. মুক্তিযুদ্ধের সময় কত তারিখ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালকে নিরাপদ এলাকা ঘোষণা করা হয়?

ক. ১০ ডিসেম্বর খ. ১২ ডিসেম্বর

গ. ১৪ ডিসেম্বর ঘ. ১৫ ডিসেম্বর

১৬. মার্ক টালি কে ছিলেন?

ক. একজন রাষ্ট্রদূত

খ. একজন সংবাদিক

গ. একজন গায়ক

ঘ. একজন মুক্তিযোদ্ধা

১৭. নৌপথে অপারেশন জ্যাকপট নামে পরিচালিত অভিযানে মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোগণ মোংলা বন্দরে কতটি জাহাজ ধ্বংস করে?

ক. ১০ খ. ১৫

গ. ২৬ ঘ. ৫০

১৮. মার্ক টালি কোন প্রতিষ্ঠানের সাংবাদিক ছিলেন?

ক. বিবিসি খ. ভয়েস অবআমেরিকা

গ. আকাশবাণী ঘ. সিএনএন

১৯. বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে ১৯৭১ সালের নভেম্বর মাসে কোন বাহিনী গঠিত হয়?

ক. সেনাবাহিনী খ. যৌথবাহিনী

গ. গেরিলা বাহিনী ঘ. গোয়েন্দা বাহিনী

২০. ভারতের মাটিতে ১৯৭১ সালের কোন মাস থেকে বাঙালি যুবকদের সশস্ত্র ট্রেনিং নেওয়া শুরু হয়?

ক. এপ্রিল খ. মে

গ. জুন ঘ. জুলাই

সঠিক উত্তর

অধ্যায় ২ : ১১.ক ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.ক

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

আরও পড়ুন