[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ২
২৭. বরেন্দ্রভূমি বাংলাদেশের কোথায় অবস্থিত?
ক. উত্তর-পূর্ব খ. দক্ষিণ-পূর্ব
গ. উত্তর-পশ্চিম ঘ. দক্ষিণ-পশ্চিম
২৮. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
ক. তাজিংডং খ. কেওক্রাডাং
গ. গারো পাহাড় ঘ. মেঘলা
২৯. বাংলাদেশের ভূপ্রকৃতির কয়টি ভাগ?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৩০. বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন ধরনের সমভূমি দেখা যায়?
ক. পাদদেশীয় খ. প্লাবন
গ. বদ্বীপ ঘ. হিমবাহ
৩১. লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার?
ক. ১২ মিটার খ. ২১ মিটার
গ. ৩১ মিটার ঘ. ৩৪ মিটার
৩২. বরেন্দ্রভূমির মাটির রং কীরূপ?
ক. ধূসর খ. লালচে হলুদ
গ. খয়েরি ঘ. হালকা বাদামি
৩৩. বিন্ধ্যা ও সাতপুরা কোন ধরনের পর্বত?
ক. ভঙ্গিল খ. ক্ষয়জাত
গ. ল্যাকোলিথ ঘ. স্তূপ
সঠিক উত্তর
অধ্যায় ২: ২৭.গ ২৮.ক ২৯.খ ৩০.ক ৩১.খ ৩২.খ ৩৩.ঘ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]