উদ্ভিদের খাদ্য - জীববিজ্ঞান ১ম পত্র , অধ্যায় ৯ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৯

১. সবাত ও অবাত উভয় শ্বসনের প্রথম ধাপ কোনটি?

ক. গ্লাইকোলাইসিস খ. ক্রেবস চক্র 

গ. ক্যালভিক চক্র ঘ. ETS 

২. উদ্ভিদের জীবনধারণের জন্য অত্যাবশ্যকীয় মৌল উপাদান কতটি?

ক. ১৫টি খ. ১৬টি

গ. ১৭টি ঘ. ১৮টি

৩. শ্বসনের কোন ধাপে অক্সিজেন ব্যবহৃত হয়?

ক. গ্লাইকোলাইসিস খ. অ্যাসিটাইল কো–এ সৃষ্টি 

গ. ক্রেবস চক্র ঘ. ইলেকট্রন ট্রান্সপোর্ট তন্ত্র 

৪. কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি ঘটে?

ক. কমলা খ. নীল 

গ. লাল ঘ. সবুজ 

৫. নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট?

ক. ম্যাঙ্গানিজ খ. নাইট্রোজেন 

গ. কপার ঘ. লৌহ 

৬. কোনটি ‘অ্যানায়ন’ হিসেবে শোষিত হয়?

ক. ক্লোরিন খ. ক্যালসিয়াম 

গ. ম্যাগনেশিয়াম ঘ. সোডিয়াম

৭. কোন উদ্ভিদে বান্ডল সিথ ক্লোরোপ্লাস্ট বিদ্যমান?

ক. ধান খ. গম 

গ. বাঁশ ঘ. আখ 

৮. ক্রেবস চক্রের মাধ্যমে ১ অণু অ্যাসিটাইল কো-এ হতে মোট কত অণু ATP উৎপন্ন হয়?

ক. ৮ অণু খ. ১২ অণু 

গ. ২৪ অণু ঘ. ৩০ অণু 

৯. সবাত ও অবাত শ্বসনের অভিন্ন ধাপটিতে মোট কত অণু ATP উৎপন্ন হয়?

ক. ৮ অণু খ. ১২ অণু 

গ. ১৪ অণু ঘ. ১৬ অণু

১০. উদ্ভিদদেহে প্রস্বেদনের প্রধান অঙ্গ কোনটি?

ক. ত্বকীয় কোষ খ. পত্ররন্ধ্র 

গ. লেন্টিসেল ঘ. হাইড্রোক্লোরাইড 

১১. নিচের কোনটি নীল বর্ণের রঞ্জক পদার্থ?

ক. ফাইকোসায়ানিন খ. ফাইকোইবিথ্রিন 

গ. ক্যারোটিন ঘ. জ্যান্থোফিল 

সঠিক উত্তর

অধ্যায় ৯: ১. ক ২. গ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. ক ১০. খ ১১. ক

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা