এইচএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | বিলাসী : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

বিলাসী

৩১. ‘সাপ একটা নয়, এক জোড়া তো আছে বটেই, হয়তো বা বেশি থাকিতে পারে।’— উক্তিটি কার?

ক. ন্যাড়ার খ. মৃত্যুঞ্জয়ের

গ. বিলাসীর ঘ. বাড়ির মালিকের

৩২. কতক্ষণের মধ্যে মৃত্যুঞ্জয় প্রকাণ্ড একটা খরিশ গোখরা ধরে?

ক. পাঁচ মিনিটে খ. দশ মিনিটে

গ. আধা ঘণ্টায় ঘ. এক ঘণ্টায়

৩৩. মৃত্যুঞ্জয়ের মৃত্যুশয্যায় কত কোটি দেব–দেবীর দোহাই পড়া হয়েছিল?

ক. পঁচিশ খ. ত্রিশ

গ. তেত্রিশ ঘ. পঞ্চাশ

৩৪. ‘ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বনফুলের মতো’– এখানে কার কথা বলা হয়েছে?

ক. মৃত্যুঞ্জয় খ. ন্যাড়া

গ. বিলাসী ঘ. খুড়া

৩৫. হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের প্রথম যুগের নাম কী?

ক. সত্যযুগ খ. ত্রেতাযুগ

গ. দ্বাপরযুগ ঘ. কলিযুগ

৩৬. ‘ধুচুনি’ শব্দের অর্থ কী?

ক. বেতের ঝুড়ি খ. বাঁশের ঝুড়ি

গ. বেতের লাঠি ঘ. বাঁশের লাঠি

৩৭. ‘মনসা’ কে?

ক. ধনের দেবী

খ. সাপের দেবী

গ. বিদ্যার দেবী

ঘ. সম্পদের দেবী

৩৮. ‘এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতই মেলে না।’ উক্তিটিতে দরকারি তথ্য হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

ক. বিদ্যালয়ে যাওয়ার বিষয়

খ. খেলাধুলার বিষয়

গ. লেখাপড়ার বিষয়

ঘ. শহরে স্থায়ী বসবাসের বিষয়

৩৯. ‘গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম।’ উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

ক. তাচ্ছিল্য খ. সম্মান

গ. উপহাস ঘ. মর্যাদা

৪০. ‘অসাধ্য সাধন’ শব্দটির প্রয়োগে লেখক কোন দিকটির প্রতিফলন করতে চেয়েছেন?

ক. বিলাসীর সাহসিকতা

খ. বিলাসী-মৃত্যুঞ্জয়ের পরিণয়

গ. বিলাসীর মানসিক সেবাধর্মিতা

ঘ. মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জন

সঠিক উত্তর

বিলাসী: ৩১.গ ৩২.খ ৩৩.গ ৩৪.গ ৩৫.ক ৩৬.খ ৩৭.খ ৩৮.গ ৩৯.ঘ ৪০.গ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা