এসএসসি ২০২২ - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-৪০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
১. সক্রেটিসের শিক্ষার মূল লক্ষ্য কী ছিল?
ক. আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা
খ. সামাজিক উন্নয়ন
গ. রাজনৈতিক উন্নয়ন
ঘ. ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন
২. নলখাগড়া থেকে কাগজ বানাত কারা?
ক. মিসরীয়রা খ. গ্রিকরা
গ. পারসিকরা ঘ. অ্যাসেরীয়রা
৩. মিসরের আয়তন কত বর্গমাইল?
ক. প্রায় এক লক্ষ বর্গমাইল
খ. প্রায় দুই লক্ষ বর্গমাইল
গ. প্রায় তিন লক্ষ বর্গমাইল
ঘ. প্রায় চার লক্ষ বর্গমাইল
৪. নারমার বা মেনেস মিসরের প্রথম নরপতি ও ফারাও হন কীভাবে?
ক. যুদ্ধে জয়লাভ করে
খ. সাম্রাজ্যের স্বাধীনতা অর্জন করে
গ. সমগ্র মিসরকে একত্র করে
ঘ. অন্যান্য অঞ্চল জয় করে
৫. নীলনদ কোথায় পতিত হয়েছে?
ক. আরব সাগরে
খ. লোহিত সাগরে
গ. ভূমধ্যসাগরে
ঘ. আটলান্টিক মহাসাগরে
৬. মিসরীয়দের প্রধান পুরোহিত কে ছিলেন?
ক. ফারাও নিজে
খ. ধর্মগুরু
গ. জনগণের দ্বারা নির্বাচিত
ঘ. মন্দিরের প্রধান
৭. প্রথম দিকে মিসরীয়রা মনের ভাব প্রকাশ করত কীভাবে?
ক. ছবি এঁকে খ. লিখে
গ. কথা বলে ঘ. ইশারায়
৮. মিসরীয়দের ভাস্কর্যের নিদর্শন পাওয়া যায়—
i. সমাধিতে
ii. সৌধে
iii. মন্দিরের প্রবেশপথে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. পরিকল্পিত নগরী কোন সভ্যতার অবদান?
ক. রোমান খ. সিন্ধু
গ. চৈনিক ঘ. মিসরীয়
১০. মহেঞ্জোদারোতে খনন কাজ করা হয় কার নেতৃত্বে?
ক. জন মার্শাল
খ. দয়ারাম সাহানী
গ. রাখালদাস বন্দ্যোপাধ্যায়
ঘ. হরিনাথ বন্দ্যোপাধ্যায়
১১. সিন্ধু সভ্যতায় কৃষকেরা কোথায় বাস করতেন?
ক. শহরে খ. গ্রামে
গ. নগরে ঘ. বন্দরে
১২. সিন্ধু সভ্যতার লোকেরা তামা ও টিনের মিশ্রণে কী তৈরি করত?
ক. কাঁসা খ. পিতল
গ. ব্রোঞ্জ ঘ. অ্যালুমিনিয়াম
১৩. কোন শতকে গ্রিক সভ্যতার সঠিক ইতিহাস জানা যায়?
ক. ১৭ শতকে খ. ১৮ শতকে
গ. ১৯ শতকে ঘ. ২০ শতকে
১৪. গ্রিক সভ্যতার সঠিক ইতিহাস জানা যায় কীভাবে?
ক. হোমারের রচনার মাধ্যমে
খ. অ্যারিস্টটলের রচনা দ্বারা
গ. প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলে
ঘ. হেরোডোটাসের বর্ণনার মাধ্যমে
১৫. মাইসিনীয় বা ইজিয়ান সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
ক. মিসরে
খ. গ্রিসে
গ. মেসোপটেমিয়ায়
ঘ. চীনে
১৬. স্পার্টায় সুযোগ পেলেই কারা বিদ্রোহ করতেন?
ক. সামরিক বাহিনীর সদস্যরা
খ. জমিদারেরা
গ. ডোরীয় যোদ্ধারা
ঘ. জলদস্যুরা
১৭. এথেন্সের পতন হয় কাদের কাছে?
ক. রোম খ. স্পার্টা
গ. ডোরীয় ঘ. মিনিয়ন
১৮. মিসরের উত্তরে কোনটির অবস্থান?
ক. ভূমধ্যসাগর
খ. লোহিত সাগর
গ. সাহারা মরুভূমি
ঘ. কাস্পিয়ান সাগর
১৯. রোমীয় প্রশাসনিক ব্যবস্থায় কিসের ক্ষমতা ছিল অপরিসীম?
ক. গণসভার খ. আইনসভার
গ. রাজসভার ঘ. সিনেটের
২০. শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য—সব ক্ষেত্রেই কাদের প্রভাব ছিল?
ক. গ্রিকদের খ. ফরাসিদের
গ. মিসরীয়দের ঘ. ইংরেজদের
২১. স্টোইকবাদী দর্শন কোথায় বেশ জনপ্রিয় ছিল?
ক. রোমে খ. গ্রিসে
গ. এথেন্সে ঘ. মিসরে
২২. হরপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত ছিল কোনটি?
ক. স্নানাগার খ. বিচারালয়
গ. দোতলা বাড়ি ঘ. শস্যাগার
২৩. টাইবার নদীর অবস্থান কোথায়?
ক. গ্রিসে খ. ভারতে
গ. রোমে ঘ. চীনে
২৪. মহাকাব্য ‘ইলিয়ড’ ও ‘ওডিসি’ রচনা
করেন কে?
ক. সক্রেটিস খ. প্লেটো
গ. ফেরদৌসি ঘ. হোমার
২৫. পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে কারা?
ক. গ্রিকরা খ. পারসিকরা
গ. মিসরীয়রা ঘ. অ্যাসেরীয়রা
২৬. পৃথিবীর বেশির ভাগ মানবসভ্যতার অবস্থান কী–কেন্দ্রিক?
ক. হ্রদ খ. সাগর
গ. সমতলভূমি ঘ. নদনদী
২৭. কোন দেশটিকে তিনটি মহাদেশ ঘিরে রেখেছে?
ক. ইরাক খ. ইরান
গ. পাকিস্তান ঘ. মিসর
২৮. মিসরীয় সভ্যতা কত বছর বয়সী ছিল?
ক. ২০০০ খ. ২৫০০
গ. ৩০০০ ঘ. ৩৫০০
২৯. মিসরীয় সভ্যতার চূড়ান্ত পতন ঘটেছিল কাদের হাতে?
ক. পারসিকদের খ. লিবীয়দের
গ. ইংলিশদের ঘ. রোমানদের
৩০. মিসরীয়দের কাছে ধর্ম গুরুত্বপূর্ণ ছিল কেন?
ক. তারা পরকালে বিশ্বাসী ছিল বলে
খ. তাদের জীবনের সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল বলে
গ. ফারাওরা ধর্মের গুরুত্ব দিত বলে
ঘ. পুরোহিতরা ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করতেন বলে
৩১. ফারাও শব্দের অর্থ কী?
ক. রাজকীয় বাড়ি খ. বড় নগর
গ. বিচারালয় ঘ. রাজধানী
৩২. নীলনদের উর্বর জমিকে ভিত্তি করে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
ক. সিন্ধু খ. মেসোপটেমিয়া
গ. অ্যাসেরীয় ঘ. মিসরীয়
৩৩. ‘মিসর নীলনদের দান’— কথাটি কে বলেছেন?
ক. লিওপোন্ড ফন র্যাংক
খ. হেরোডোটাস
গ. র্যাপসন
ঘ. ফা-হিয়েন
৩৪. প্রথম ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করা কোন সভ্যতার অবদান?
ক. মিসরীয় খ. গ্রিক
গ. সিন্ধু ঘ. রোমান
৩৫. মিসরীয়রা প্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?
ক. ২৩টি খ. ২৪টি
গ. ২৫টি ঘ. ২৬টি
৩৬. মিসরীয়রা মৃতদেহকে মমি করে রাখত কেন?
ক. দেবতাকে সন্তুষ্ট করার জন্য
খ. দেহকে সজীব রাখার জন্য
গ. দেহ সৎকারের জন্য
ঘ. দেহকে কবর দেওয়ার জন্য
৩৭. মিসরীয়রা পিরামিড তৈরি করত কেন?
ক. ধর্মীয় অনুভূতি থেকে
খ. মৃতদেহ অক্ষত রাখার জন্য
গ. মৃতদেহ পচে যাওয়ার জন্য
ঘ. নিজেদের প্রাধান্য বজায় রাখার জন্য
৩৮. ‘হায়ারোগ্লিফিক’ কী?
ক. চিত্রলিপি খ. বর্ণলিপি
গ. প্যাপিরাস ঘ. সূর্যঘড়ি
৩৯. চিত্রলিপিকে কী বলা হয়?
ক. আদি অক্ষর খ. যুক্ত অক্ষর
গ. পবিত্র অক্ষর ঘ. বাংলা অক্ষর
৪০. মিসরীয়রা বিজ্ঞানচর্চায় আগ্রহী ছিল কেন?
ক. সামাজিক মূল্যবোধের কারণে
খ. ধর্মীয় মূল্যবোধের কারণে
গ. সাংস্কৃতিক মূল্যবোধের কারণে
ঘ. অতিশয় কল্পনাপ্রবণতার কারণে
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.ক ২.ক ৩.ঘ ৪.গ ৫.গ ৬.ক ৭.ক ৮.ঘ ৯.খ ১০.গ ১১.খ ১২.গ ১৩.গ ১৪.ক ১৫.খ ১৬.গ ১৭.খ ১৮.ক ১৯.ঘ ২০.ক ২১.ক ২২.ঘ ২৩.গ ২৪.ঘ ২৫.গ ২৬.ঘ ২৭.ঘ ২৮.খ ২৯.ক ৩০.খ ৩১.ক ৩২.ঘ ৩৩.খ ৩৪.ক ৩৫.খ ৩৬.খ ৩৭.ক ৩৮.ক ৩৯.গ ৪০.খ
কাজী মনজুরুল ইসলাম, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা