অধ্যায় ৯
১. তাপ কী?
ক. ভৌত অবস্থা
খ. এক প্রকার শক্তি
গ. তাপ প্রকাশের মাত্রা
ঘ. এক ধরনের বল
২. মহাবিশ্বের সবকিছু কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৩. শক্তির বৈশিষ্ট্য কোনটি?
ক. ভর আছে
খ. জায়গা দখল করে
গ. ইন্দ্রিয়গ্রাহ্য
ঘ. বল প্রয়োগে বাধা দেয়
৪. কোন ইন্দ্রিয় দ্বারা তাপ অনুভব করা যায়?
ক. নাক খ. ত্বক
গ. চোখ ঘ. কান
৫. পদার্থের বৈশিষ্ট্য—
i. ভর আছে
ii. জায়গা দখল করে
iii. ইন্দ্রিয়গ্রাহ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. শক্তির বৈশিষ্ট্য—
i. ওজন নেই
ii. বল প্রয়োগে বাধা দেয়
iii. জায়গা দখল করে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. তাপের বৈশিষ্ট্য কোনটি?
ক. তাপকে দেখা যায়
খ. তাপের আয়তন আছে
গ. তাপকে হাত দিয়ে ধরা যায়
ঘ. তাপকে অনুভব করা যায়
৮. কোনো কিছু ঠান্ডা বা গরম লাগার পেছনে কোন প্রকার শক্তি ক্রিয়াশীল?
ক. যান্ত্রিক খ. বিদ্যুৎ
গ. চৌম্বক ঘ. তাপ
৯. কোনো বস্তুর তাপীয় অবস্থাকে কী বলে?
ক. তাপ খ. উষ্ণতা
গ. গলনাঙ্ক ঘ. স্ফুটনাঙ্ক
১০. তাপমাত্রা হলো—
i. বস্তুর তাপীয় অবস্থা
ii. তাপের ফল
iii. বস্তু কতটুকু গরম বা ঠান্ডা তা প্রকাশের মাত্রা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৯: ১.খ ২.ক ৩.গ ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ঘ ৮.খ ৯.খ ১০.ঘ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা