পঞ্চম শ্রেণি – বাংলা | মাটির নিচে যে শহর : প্রশ্নোত্তর (১-২)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

মাটির নিচে যে শহর

১। প্রশ্ন: শব্দের অর্থ লেখো।

প্রদত্ত -----------------শব্দ অর্থ

প্রত্নতাত্ত্বিক---------- প্রত্ন শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন। এই সম্পর্কিত যে তত্ত্ব তাকে বলা হয় প্রত্নতত্ত্ব। আর প্রাচীনকালের জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা ইত্যাদি বিচার করে এবং ইতিহাস খুঁজে যা বের করা হয় বা যেভাবে বের করা হয় তাকে বলে প্রত্নতাত্ত্বিক।

উপত্যকা ----------দুই উঁচু স্থান, পাহাড় ও পর্বতের মাঝখানের সমতল ভূমি বা নিচু ভূমি অথবা পাহাড়-পর্বতের পাশের ভূমি।

জনপদ -----------যেখানে অনেক মানুষ একসাথে বসবাস করে, লোকালয়, শহর।

প্রাচীনতম --------প্রাচীন হলো পুরাতন বা বহুকাল আগের কিছু। এর মধ্যে সবচেয়ে প্রাচীন হলে তম যোগ করা হয়।

অভিভূত ---------ভাবাবিষ্ট বা আচ্ছন্ন হয়ে পড়া।

নিদর্শন---------- প্রমাণ, চিহ্ন বা উদাহরণ।

খ্রিষ্টপূর্ব-----------যিশুখ্রিষ্টের জন্মের পূর্বের বছরসমূহ বোঝাতে বলা হয় খ্রিষ্টপূর্ব, আর তাঁর জন্মের পরের বছরগুলোকে বলা হয় খ্রিষ্টাব্দ।

ঐতিহাসিক -----যাঁরা ইতিহাস লেখেন বা ভালো জানেন। ইতিহাসে স্থান লাভের যোগ্য বা ইতিহাস-ভিত্তিক হলেও তাকে ঐতিহাসিক বলা হয়।

২। প্রশ্ন: নিচের তালিকার শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি কর।

ঐতিহাসিক-উপত্যকা-অভিভূত-নিদর্শন-প্রাচীনতম

ক. পাহাড়পুর আমাদের দেশে _____ একটি বিহার।

খ. ক্রমে ক্রমে অনেক আশ্চর্য _____ পাওয়া যাচ্ছে উয়ারী-বটেশ্বরে।

গ. উয়ারী-বটেশ্বর বাংলাদেশের _____ নিদর্শন।

ঘ. পাহাড় ও পর্বতের মাঝে সমতল ভূমিকে বলে _____ ।

ঙ. আমি জাদুঘর দেখে _____ হয়ে গেলাম।

উত্তর

ক. পাহাড়পুর আমাদের দেশে প্রাচীনতম একটি বিহার।

খ. ক্রমে ক্রমে অনেক আশ্চর্য নিদর্শন পাওয়া যাচ্ছে উয়ারী-বটেশ্বরে।

গ. উয়ারী-বটেশ্বর বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন।

ঘ. পাহাড় ও পর্বতের মাঝে সমতল ভূমিকে বলে উপত্যকা।

ঙ. আমি জাদুঘর দেখে অভিভূত হয়ে গেলাম।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

প্রশ্নোত্তর (৩-৪) ▶