পরিচ্ছদ ৩৪
২১. ‘উদয়ান্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।’— কোন ধরনের বাক্য?
ক. সরল বাক্য খ. যৌগিক বাক্য
গ. আশ্রিত বাক্য ঘ. মিশ্র বাক্য
২২. ‘পাখিগুলো নীল আকাশে উড়ছে।’—গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি কী?
ক. মিশ্র খ. সরল
গ. যৌগিক ঘ. জটিল
২৩. ‘সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি’—এটা কী ধরনের বাক্য?
ক. মিশ্র বাক্য খ. সরল বাক্য
গ. সাধারণ বাক্য ঘ. যৌগিক বাক্য
২৪. ‘যারা পরিশ্রম করে, তারা জীবনে সফল হয়।’— গঠন বেশিষ্ট্য অনুযায়ী এটি কোন বাক্য?
ক. জটিল খ. যৌগিক
গ. বিস্ময়বোধক ঘ. সরল
২৫. ‘তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।’— এটি কোন বাক্যের উদাহরণ?
ক. জটিল খ. সরল
গ. মিশ্র ঘ. যৌগিক
২৬. ‘ভিক্ষুককে টাকা দাও।’—গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি কী?
ক. উপদেশমূলক বাক্য
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. সরল বাক্য
২৭. ‘সে এখানে এসে সব কথা খুলে বলল।’— এটি কোন বাক্য?
ক. মিশ্র খ. জটিল
গ. সরল ঘ. যৌগিক
সঠিক উত্তর
পরিচ্ছদ ৩৪: ২১.খ ২২.খ ২৩.ঘ ২৪.ক ২৫.খ ২৬.ঘ ২৭.গ
মোস্তাফিজুর রহমান, শিকম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকই