রসায়ন ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

২৪. আরহেনিয়াস তত্ত্বে আবশ্যকীয় মাধ্যম কোনটি?

ক. জারণ খ. জলীয় দ্রবণ

গ. ক্ষারক ঘ. তরল পদার্থ

২৫. কোন গ্যাসে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই?

ক. হিলিয়াম খ. নিয়ম

গ. আদর্শ গ্যাস ঘ. অক্সিজেন

২৬. কোন তাপমাত্রায় একটি অণুর গতিশক্তি শূন্য হবে?

ক. 0°C খ. 0K

গ. 273°C ঘ. 273K

২৭. আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ প্রতিষ্ঠা করেন কে?

ক. ক্লসিয়াস খ. ম্যাক্সওয়েল

গ. অ্যাভেগেড্রো ঘ. জন ডাল্টন

২৮. আদর্শ গ্যাসের জন্য সংকোচনশীলতা গুণকের মান কত?

ক. 0 খ. 1

গ. 2 ঘ. 3

২৯. বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে?

ক. 0°C খ. উচ্চচাপে

গ. নিম্নতাপে ঘ. উচ্চ তাপমাত্রায়

৩০. ভ্যানডার ওয়ালস ধ্রুবক ‘a’–এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত?

ক. আন্তঃআণবিক আকর্ষণ

খ. আন্তঃআণবিক বিকর্ষণ

গ. অণুসমূহের প্রকৃত আয়তন

ঘ. আদর্শ গ্যাসের ওজন

৩১. ভ্যানডার ওয়ালস সমীকরণ আদর্শ গ্যাসের সমীকরণে পরিণত হয় কোন শর্তে?

ক. চাপ উচ্চ ও তাপমাত্রা নিম্ন

খ. চাপ ও তাপমাত্রা নিম্ন

গ. চাপ খুব নিম্ন ও তাপমাত্রা খুব উচ্চ

ঘ. চাপ উচ্চ

৩২. ভ্যানডার ওয়ালস ধ্রুবক (a ও b) এর মান কোনটির ওপর নির্ভর করে?

ক. গ্যাসের আয়তন খ. গ্যাসের তাপমাত্রা

গ. গ্যাসের প্রকৃতি ঘ. গ্যাসের ঘনমাত্রা

আরও পড়ুন

৩৩. অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিডের ভূমিকা সবচেয়ে কম?

ক H2SO4 খ. HNO3

গ. H2CO3 ঘ. HCl

৩৪. স্বাভাবিক বৃষ্টির পানির pH কত?

ক. 1.8-5.5 খ. 5-6

গ. 6-7 ঘ. 7.5-8.5

৩৫. কোনটির প্রভাবে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়?

ক. SOx খ. NOx

গ. CF2Cl2 ঘ. SOx,NOx

সঠিক উত্তর

অধ্যায় ১: ২৪.খ ২৫.গ ২৬.খ ২৭.ক ২৮.খ ২৯.ঘ ৩০.ক ৩১.গ ৩২.গ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.ঘ

মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন