সত্যক সারণি থেকে লজিক গেইট - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | এইচএসসি ২০২৪

পুনবি৴ন্যাসকৃত সিলেবাস অনুসারে

লজিক গেইটছবি:ব্রেইনপুপ ডটকম

অধ্যায় ৩

সত্যক সারণিটি লক্ষ করো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

২৪. সত্যক সারণিটি কোন গেট নির্দেশ করে? 

ক. OR খ. AND 

গ. NOT ঘ. XOR

২৫. সত্যক সারণি যে বুলিয়ান সমীকরণ নির্দেশ করে— 

ক. Y = AB + AB খ. Y = A+B  

গ. Y = A ⊕ B ঘ. Y = A ⊕ B

নিচের উদ্দীপকটির আলোকে ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

২৬. Y = কত?  

ক. A + B খ. AB  

গ. AB ঘ. AB

লজিক চিত্রটি দেখ এবং ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। 

২৭. Y এর মান কোনটি?  

ক. A + B খ. AB  

গ. A + B  ঘ. AB

২৮. A ফলাফল হতে পারে যখন— 

i. A + A + A 

ii. A.A 

iii. A⊕A

নিচের কোনটি সঠিক?  

ক. i ও ii   খ. i ও iii   

গ. ii ও iii   ঘ. i, ii ও iii 

২৯. নিচের কোনটি XOR এর প্রতীক?

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২৪. ঘ ২৫. গ ২৬. গ ২৭. গ ২৮. ক ২৯. খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা