ঢাকা শিক্ষা বোর্ড, বাউবি ও জবি বিষয়ক নোটিশ, নিটারে টেক্সটাইল বিষয়ে এমএসসি ও এমবিএ প্রোগ্রামে ভর্তি
ঢাকা শিক্ষা বোর্ড ২০২৩ সালের এসএসসির ফরম পূরণের সময় বৃদ্ধি
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোডের অধীন ২০২৩ সালের এসএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের (eFF) সময় ১৬/০১/২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৭/০১/২০২৩।
বাউবির এইচএসসি ১ম বর্ষ ভর্তির সময় বৃদ্ধি
∎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি প্রোগ্রামের ২০২২–২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তির সময় বাড়ানো হয়েছে।
∎ ভর্তির নতুন বর্ধিত সময়: ২৫/০১/২০২৩ পর্যন্ত।
∎ ওরিয়েন্টেশন ক্লাস: ১১/০২/২০২৩।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও বিবিএ ১ম বর্ষের ক্লাস শুরুর তারিখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২১–২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২২/০১/২০২৩ থেকে শুরু হবে।
নিটারে টেক্সটাইল বিষয়ে এমএসসি ও এমবিএ প্রোগ্রামে ভর্তি
∎ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিসার্চে (নিটার) এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ভ্যালু চেইন প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
∎ আবেদনের শেষ তারিখ: ১৯/০১/২০২৩।
∎ ভর্তি পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ: ২৬/০১/২০২৩, সকাল ১০টা।
∎ ফলাফল প্রকাশ: ২৭/০১/২০২৩।
∎ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ও বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত।
∎ বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: niter.edu.bd