[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ৭
২৪. অ্যালভিওলাস কোথায় দেখা যায়?
ক. শ্বাসনালিতে খ. ব্রঙ্কাসে
গ. ফুসফুসে ঘ. মধ্যচ্ছদায়
২৫. অ্যালভিওলাসের বাইরের পর্দাকে কী বলে?
ক. একস্তরী এপিথেলিয়াম
খ. দ্বিস্তরী এপিথেলিয়াম
গ. কৈশিক
ঘ. পাতলা যোজক কলা
২৬. শ্বাসনালির প্রদাহ কোনটি?
ক. অ্যাজমা খ. ব্রঙ্কাইটিস
গ. নিউমোনিয়া ঘ. যক্ষ্মা
২৭. নিচের কোন রোগটি নির্ণয়ে MT টেস্ট করা হয়?
ক. ম্যারাসমাস খ. আলসার
গ. যক্ষ্মা ঘ. ফুসফুসের ক্যানসার
২৮. ডান ফুসফুস কয় খণ্ডে বিভক্ত?
ক. ১ খণ্ডে খ. ২ খণ্ডে
গ. ৩ খণ্ডে ঘ. ৪ খণ্ডে
২৯. বুকে ও পিঠে ব্যথা হয় দেহে কোন রোগ সৃষ্টি হলে?
ক. যক্ষ্মা খ. হাঁপানি
গ. নিউমোনিয়া ঘ. ব্রঙ্কাইটিস
৩০. ফুসফুস ক্যানসারের অন্যতম প্রধান কারণ কোনটি?
ক. বায়ুদূষণ খ. পানিদূষণ
গ. যক্ষ্মা ঘ. ধূমপান
৩১. আমাদের দেশে ফুসফুস ক্যানসার কাদের মৃত্যুর প্রধান কারণ?
ক. পুরুষদের খ. নারীদের
গ. শিশুদের ঘ. বয়স্কদের
৩২. ক্যানসার কোষ ধ্বংস করার প্রক্রিয়া কোনটি?
ক. MT টেস্ট খ. তেজস্ক্রিয় বিকিরণ
গ. বৈদ্যুতিক তরঙ্গ ঘ. চৌম্বক তরঙ্গ
৩৩. কোন বস্তুটি ফুসফুসে ক্যানসার সৃষ্টির জন্য দায়ী?
ক. আয়রন খ. ম্যাগনেশিয়াম
গ. জিংক ঘ. অ্যাসবেস্টস
৩৪. ফুসফুসের আবরণটিকে কী বলা হয়?
ক. ডায়াফ্রাম খ. প্লুরা
গ. পেরিকার্ডিয়াম ঘ. পেরিকন্ড্রিয়াম
৩৫. ফুসফুস থেকে অক্সিজেন কোন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে?
ক. অভিস্রবণ খ. ব্যাপন
গ. ইমবাইবিশন ঘ. প্রস্বেদন
সঠিক উত্তর
অধ্যায় ৭: ২৪.গ ২৫.ক ২৬.খ ২৭.গ ২৮.গ ২৯.ক ৩০.ঘ ৩১.ক ৩২.খ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]